হোম > খেলা > ক্রিকেট

পন্টিং-ধোনিকে ছাড়িয়ে শীর্ষে ল্যানিং

বিশ্বকাপে ফাইনাল খেলা বা শিরোপা জেতায় অস্ট্রেলিয়া দলের কোনো জুড়ি নেই। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে স্বাগতিক আফ্রিকাকে হারিয়ে রেকর্ড ছয়বার শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। দলীয় রেকর্ডের সাথে ব্যক্তিগত রেকর্ডেও নাম লিখিয়েছে অজিরা। 

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ পাঁচটি আইসিসি শিরোপা জেতা ক্রিকেটার এখন মেগ ল্যানিং। ২০১৪,২০১৮, ২০২০,২০২৩-এই চারটি টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে ল্যানিংয়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ার মেয়েরা।

পাঁচটি শিরোপা জিতে ল্যানিং ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংকে। অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন পন্টিং। পন্টিং এর নেতৃত্বে ২০০৩ ও ২০০৭ সালে টানা দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৬,২০০৯ সালে টানা দুটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে শিরোপা জেতায় তৃতীয় স্থানে আছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার মাহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত প্রথম ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ধোনিরা।

নারী-পুরুষ মিলে শিরোপা অর্জনেও অস্ট্রেলিয়ার ধারে কাছে নেই কোনো দল। ক্রিকেট ইতিহাসে রেকর্ড ২১ বার আইসিসি শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

ভালো কিছু আশা করি বিশ্বকাপে

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড