হোম > খেলা > ক্রিকেট

হাথুরু জানেন, সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজও খেলবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাকিব আল হাসানকে বিদায়ী উপহার দিয়েছেন দুই ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি আর ঋষভ পন্ত। সাকিবকে কোহলির দেওয়া ব্যাটের ছবি এরই মধ্যে ‘ভাইরাল’। কিন্তু কানপুর টেস্টের পর সাকিব আসলেই আর টেস্ট খেলতে পারবেন না? তাঁর ইচ্ছে দেশের মাঠে বিদায় বলা। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে নিশ্চয়তা না পেলে সাকিবের পক্ষে এখন দেশে খেলে বিদায় নেওয়া কঠিন। 

কানপুর টেস্টের প্রায় প্রতিদিনই তাই এসেছে সাকিবের বিদায়-প্রসঙ্গ। এল ম্যাচ শেষে দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনেও। সেখানে হাথুরু বললেন, ‘আমি শুনিনি যে এটাই তার শেষ টেস্ট। আমি এখনো পর্যন্ত জানি সে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলবে।’ 

সাকিব যেহেতু অবসর ঘোষণা করেছেন, সামনে দল সাজাতে হাথুরুর পরিকল্পনা কী হবে? এ প্রশ্নে কোচ মনে করেন সাকিবের হুবুহু বিকল্প পাওয়া সম্ভব নয়, ‘সাকিব না থাকলে কী হবে, সে ভাবনা সব সময়ই থাকে। সে এখন তাঁর ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে যাওয়ায় এটার পরিকল্পনা থাকেই। তবে সবার মতো আমিও অবাক হয়েছিলাম যখন সে বলল শেষ টেস্টটা সিরিজ হয়তো খেলতে চলেছি। কিছু খেলোয়াড় এমন থাকে, কিন্তু আপনি সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।’ 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই প্রথমে দুবাই যাবেন সাকিব। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাওয়ার কথা তাঁর। সব যদি ঠিক থাকে তাহলে এ মাসের মাঝামাঝি সময়ে আসবেন দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নিতে। আর নাহলে কানপুরেই শেষ সাকিবের।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি