হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের অধিনায়ক আকবর, সুযোগ পেলেন নাইম-শামীমও

টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলী অধিনায়কত্ব করবেন বাংলাদেশ ‘এ’ দলের। 

ওমানে আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ। দলের রাখা হয়েছে জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড়। তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা আছেন দলে। সাইফ হাসান দলের সহ-অধিনায়ক।

এ ছাড়া তরুণ ওপেনার জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, লেগ স্পিনার ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা, স্পিনার রাকিবুল হাসান বাংলাদেশের ইমার্জিং দলে। রহস্য স্পিনার আলিস আল ইসলাম, পেসার রিপন মন্ডলকে রাখা হয়েছে দলে। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দলই বলা যায় তাদের। 

আগামী ১৯ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন আকবররা। রিজার্ভে রাখা হয়েছে তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদকে।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল: পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, সাইফ হাসান (সহ-অধিনায়ক), আবু হায়দার রনি, রাকিবুল হাসান, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।

রিজার্ভ: তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে