হোম > খেলা > ক্রিকেট

যুক্তরাষ্ট্র দলে আফ্রিদির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙা কোরি অ্যান্ডারসন 

কোরি অ্যান্ডারসনকে মনে আছে? শহীদ আফ্রিদির ৩৭ বলে ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ২০১৪ সালে ভেঙে দিয়েছিলেন এই নিউজিল্যান্ডার ব্যাটার। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলার পথে ৩৬ বলে সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছিলেন। পেস বোলিং এই অলরাউন্ডারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব সম্ভব দেখা যাবে যুক্তরাষ্ট্রের জার্সিতে!

২০২০ সালে নিউজিল্যান্ড ছেড়ে যে উদ্দেশ্য নিয়ে অ্যান্ডারসন পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুল্লুকে, সেটি এখন সফল। নিউজিল্যান্ডের সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলে। কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল দল দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের ঘোষিত এই দলে আছেন কোরি অ্যান্ডারসন। শুধু নিউজিল্যান্ডের এই সাবেকই নন, যুক্তরাষ্ট্র দলে জায়গা করে নিয়েছেন রঞ্জি ট্রফিতে খেলা দুই ভারতীয় মিলিন্দ কুমার ও হারমিত সিংও। টেক্সাসের হিউস্টনে যুক্তরাষ্ট্র-কানাডা ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৭ এপ্রিল শুরু হয়ে ১৩ এপ্রিল শেষ হবে।

জুন-জুলাইয়ে ঘরের মাঠে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যে যুক্তরাষ্ট্র শক্তিশালী একটা দলই নামাতে চায়, কানাডার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোরি, মিলিন্দ, হারমিতদের অন্তর্ভুক্তি তারই প্রমাণ। বিশ্বকাপের আগে মে মাসের ২০, ২২ ও ২৪ তারিখে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও দেখা যেতে পারে কোরি-মিলিন্দ-হারমিতদের।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত