হোম > খেলা > ক্রিকেট

ফাইনালের আগে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা

পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় ও সর্বোচ্চ ১২ বার এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আগামীকাল দুপুরে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে ভারতের মুখোমুখি হবে লঙ্কানরা। তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ শুনল স্বাগতিকেরা।

ফাইনালে মাহীশ তিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন ২৩ বছর বয়সী স্পিনার। তবে আগামী মাস থেকে ভারতের মাটিতে শুরু বিশ্বকাপে তাঁকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল হয়ে ওঠা ম্যাচে শেষ বলে জিতে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। ম্যাচটিতে চোটে পড়েন তিকশানা। তাঁর চোটটি তৃতীয় গ্রেডের। একই গ্রেডের চোট পেয়েছেন অধিনায়ক দাসুন শানাকাও। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মেডিকেল কমিটির প্রধান জানিয়েছেন, এই বোলারের (তিকশানা) চোট খুব বেশি গুরুতর নয়। তবে রোববারের ফাইনালের জন্য ঝুঁকি নেওয়া উচিত হবে না।

এবারের এশিয়া কাপে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিকশানা। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাত নম্বরে আছেন তিনি। ফাইনালে তাঁর জায়গায় অফব্রেক স্পিনার সাহান আরাশিগেকে দলে নিয়েছেন শ্রীলঙ্কার নির্বাচকেরা। চোটের কারণে এমনিতে লঙ্কানরা এবার এশিয়া কাপে খেলছে বেশ কয়েকজন মূল বোলার ছাড়া। 

এসএলসির মেডিকেল কমিটির প্রধান প্রফেসর অর্জুনা ডি সিলভা তিকশানার চোট সম্পর্কে বলেছেন, ‘এমআরআই স্ক্যানে দেখা গেছে, চিড় রয়েছে, তবে বড় কোনো চিড় নয়। যদিও ক্লিনিক্যালি তিকশানা ঠিক আছে। সে চলাফেরা করতে পারছে এবং খুব বেশি ব্যথা নেই। নিঃসন্দেহ সে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে।’

ফাইনালের জন্য তিকশানার পরিবর্তে আরাশিগেকে দলে নেওয়া হলেও লেগ স্পিনার দুশান হেমন্তকে একাদশে খেলাতে পারে শ্রীলঙ্কা। হেমন্ত দুটি ওয়ানডে খেললেও আরাশিগের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। চলতি বছরে তিকশানা শ্রীলঙ্কার সফল বোলারদের একজন। ওয়ানডেতে ৩১ উইকেট নিয়েছেন অফব্রেক স্পিনার। ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের কারণে এশিয়া কাপে না থাকায় তিকশানা হয়ে উঠেছিলেন লঙ্কানদের মূল স্পিনার। বিশেষ করে নতুন বলে তিনি বেশ ভালো পরীক্ষায় ফেলতে পারেন ব্যাটারদের।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ