হোম > খেলা > ক্রিকেট

গাড়িতে আগুন লাগায় স্থগিত তামিম ও মাশরাফিদের ম্যাচ, সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্যামের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ দুটি ম্যাচ স্থাগতি করেছে সিসিডিএম। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে হওয়ার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ। বিকেএসপির ৪ নম্বর মাঠে ছিল প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। তবে আজ ম্যাচ দুটি হচ্ছে না। 

আজকের পত্রিকাকে সিসিডিএম সূত্র জানিয়েছে, হেমায়েতপুরের পরে একটি তেলবাহী গাড়ি উল্টে গেছে। এই দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় সেই গাড়িতে। আশপাশে থাকা কয়েকটা গাড়ির ওপরও সেই তেল গিয়ে পড়ে, সেগুলোতেও আগুন লাগে। যার ফলে পাঁচ-সাত কিলোমিটার রাস্তায় জ্যাম লেগে যায়। নির্দিষ্ট সময় খেলোয়াড়দের গাড়ি মাঠ পর্যন্ত পৌঁছাতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছি, তারাও জানিয়েছে ওই মুহূর্তে কিছুই করার ছিল না। যার কারণে বিকেএসপির আজকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। 

স্থগিত হওয়া ম্যাচগুলো কবে হবে সেই প্রসঙ্গে জানা গেছে, কাল বিকেএসপির ৩ নম্বর মাঠেই হবে নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ। ৪ নম্বর মাঠে হবে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ। 

সূচি অনুযায়ী, আগামীকাল আরও দুটি ম্যাচ হওয়ার কথা ছিল বিপিকেএসপিত। সেগুলোর কীভাবে হবে? উত্তরে সিসিডিএম জানিয়েছে, আজকের দুটি ম্যাচ কাল চলে যাবে। কালকের ম্যাচগুলো পরদিন (পরশু) চলে যাবে। অর্থাৎ একদিন করে পেছাবে সব ম্যাচ। সাভারের ম্যাচ দুটি স্থগিত হলেও নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চলছে আবাহনী-মোহামেডানের ম্যাচ।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল