হোম > খেলা > ক্রিকেট

ট্রফি নিয়ে অসুস্থ বিসিবি পরিচালকের বাসায় ফরচুন বরিশালের মালিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ট্রফি জেতার পর বরিশাল ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান জানিয়েছিলেন, ট্রফি নিয়ে দীর্ঘ দিন ধরে অসুস্থ বিসিবি পরিচালক আলমগীর খান আলোর সঙ্গে দেখা করবেন। 

সে কথা রাখলেন ফরচুন বরিশালের মালিক। বিপিএলের ট্রফি নিয়ে আজ আলমগীর খানের ঢাকার বাসায় দেখা করেছেন মিজানুর রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বাসাকে এক রকম হাসপাতাল বানিয়ে নিবিড় পর্যবেক্ষণে আছেন এই বিসিবি পরিচালক। 

ফ্র্যাঞ্চাইজির পাঠানো ছবিতে দেখা যায়, হাত দিয়ে বিপিএলের ট্রফি ছুঁয়ে দেখছেন আলমগীর খান। এ সময়ে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে ছিলেন দলটির হয়ে এবারের বিপিএলে খেলা পেসার কামরুল ইসলাম রাব্বি। 

আলমগীর খান দীর্ঘদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন। 

এবারের বিপিএলে ফরচুন বরিশালের সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল মাঠে। তাদের উপস্থিতি দলকেও করেছে বেশ উজ্জীবিত। যেটি স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক ও অধিনায়ক তামিম ইকবালও। সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ মিজানুর রহমান জানিয়েছিলেন, লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে শিরোপা উদ্‌যাপনের আনন্দ ভাগাভাগি করতে চান। জানা গেছে, তামিম দেশে ফিরলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী