হোম > খেলা > ক্রিকেট

নতুন মাইলফলকে তামিম, মুশফিকের ঝড়

পঞ্চপাণ্ডবের তিনজন—তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন একই দল ফরচুন বরিশালে। আজ বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে তিন ব্যাটারেই পেয়েছেন রানের দেখা।

ওপেনার তামিম ৩৩ বলে ৫ চারে করেছেন ৪০ রান। ইনিংসের শেষ দিকে ১৯ বলে ২ চার ও ২ ছয়ে ২৭ রান করেছেন মাহমুউদল্লাহ। তবে বড় ইনিংসটা খেলেছেন মুশফিক। ৩৯ বলে ৫ চার ও ৪ ছয়ে ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে বরিশালও পেয়েছে বড় সংগ্রহ—১৮৭/৪। এবারের বিপিএলে এটিই সর্বোচ্চ স্কোর।

৪০ রানের ইনিংস খেলার পথে নতুন মাইলফলকও ছুঁয়েছেন তামিম। বিপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রানের দেখা পেলেন এই বাঁহাতি ওপেনার। ৯০ ইনিংসে তাঁর রান ৩ হাজার ৫। দুইয়ে তাঁরই সতীর্থ মুশফিক। ১০৭ ইনিংসে এই উইকেটরক্ষক-ব্যাটারের রান ২ হাজার ৯৭৬। পরের স্থানে মাহমুদউল্লাহ—১০০ ইনিংসে ২ হাজার ৩২৯।

মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে ওপেনার ইব্রাহিম জাদরান (১১) ফেরার পর সৌম্য সরকারের (১৭) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৬ ও তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে ৩৮ বলে ৫৭ রানের জুটি গড়েন তামিম। তাঁর বিদায়ের পর মাহমুদউল্লাহর সঙ্গে ৩২ বলে ৫৪ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন মুশফিক। শোয়েব মালিক ৫ রানে অপরাজিত ছিলেন। খুলনার হয়ে ১টি করে উইকেট নেন ওশানে টমাস, নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম।

বরিশালের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ দশমিক ৪ ওভারে বিনা উইকেটে ৩৯ রান করেছে খুলনা। ব্যাটিংয়ে আছেন দুই ওপেনার এনামুল হক বিজয় (১৯) ও এভিন লুইস (১৯)। জয়ের জন্য তাঁদের দরকার ৯৮ বলে ১৪৯ রান।

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া