হোম > খেলা > ক্রিকেট

ফিক্সিংয়ের অভিযোগে দুই বছর নিষিদ্ধ আফ্রিদি 

ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ হয়েছেন আসিফ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গ করায় এমন শাস্তি পেয়েছেন আফ্রিদি। 

অনুচ্ছেদ ২.৪. ১০ ও অনুচ্ছেদ ২.৪. ৪-পিসিবির দুর্নীতিবিরোধী এই দুটি ধারা ভেঙেছেন আফ্রিদি। ২.৪. ১০ ধারা অনুযায়ী পাকিস্তানি এই বাঁহাতি স্পিনারকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে অনুরোধ করা, প্ররোচিত করা, উৎসাহিত করা বা ইচ্ছাকৃতভাবে কাউকে ২.৪ ধারার নীতিমালা ভাঙতে সহায়তা করা-পিসিবির ২.৪. ১০ ধারা অনুযায়ী পাকিস্তানি এই বাঁহাতি স্পিনারকে দেওয়া হয়েছে দুই বছরের নিষেধাজ্ঞা। আর ২.৪. ৪ ধারায় আগেই ছয় মাসের সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন আফ্রিদি। এই আইন অনুযায়ী পিসিবির নিরাপত্তা ও দুর্নীতিবিরোধী বিভাগকে ফিক্সিংয়ের প্রস্তাব সম্বন্ধে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। পাকিস্তানি বাঁহাতি স্পিনারের ছয় মাসের সাময়িক নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে। 

নাজাম শেঠির মতে, আফ্রিদির শাস্তি সব ক্রিকেটারের কাছে কঠোর হুঁশিয়ারি। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে দুই বছর নিষিদ্ধ করা পিসিবির কাছে কোন আনন্দের কিছু না।

তবে এই ধরনের অপরাধের প্রতি আমাদের জিরো-টলারেন্স। খেলার পরিচালনা পর্ষদের নিয়ম অনুযায়ী এসমস্ত ব্যাপার শক্তভাবে সামলাতে হবে এবং ক্রিকেটারদের কঠিন বার্তা দিতে হবে।’ 

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত