হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের কাছে হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন ডমিঙ্গো

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে সিরিজ খুইয়ে তামিম ইকবালদের এখন শুধু ধবলধোলাই হওয়াটাই বাকি আছে। দলের কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য সিরিজ হারের মধ্যেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। 

ডমিঙ্গো মনে করেন, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের কাপের আগে এই সিরিজ হার থেকে নিজেদের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ আছে। তিনি বলেন, ‘ভাগ্য ভালো এসব ম্যাচে পয়েন্ট নেই। তবে অনেক কাজ করার বাকি। কোচিং স্টাফ থেকে শুরু করে দলের সবাই বড় একটা শিক্ষা পেয়েছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। এর আগে দেড় বছর সময় আছে। আশা করি, আমাদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করতে পারব। আমরা এখন কোনো অজুহাত দিতে চাই না।’ 

সিরিজ হারের কারণ হিসেবে ডমিঙ্গো তার চোখে পড়া ভুলগুলো সামনে এনেছেন। তার মতে ক্রিকেটারদের চাপের সঙ্গে মানিয়ে নিতে না পারা, ভালো জায়গায় বল ফেলতে না পারা আর বাজে ফিল্ডিং বাংলাদেশের সিরিজ হারের কারণ। হারের ব্যাখ্যায় ডমিঙ্গো বলেন, 'দুটি ম্যাচেই (জিম্বাবুয়ে) ৬০ / ৩,৪০ / ৪ ছিল। ছেলেরা চাপের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। বেশি আলগা বল করে ফেলেছে, ভুল ফিল্ডিংয়ে বল করেছে। ভুল অপশন বেছে নিয়েছে। তারা পরিশ্রম করছে অনেক, তবে ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটিই সবচেয়ে হতাশাজনক। এমন হলে ভালো দল আপনাকে শাস্তি দেবেই।’ 

সিরিজ জেতায় প্রতিপক্ষ জিম্বাবুয়েকেও কৃতিত্ব দিতে ভোলেননি। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা সিকান্দার রাজার কথা বলেছেন আলাদা করে, ‘জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে রাজাকে। দুটি দারুণ ইনিংস খেলেছে চাপের মুখে। প্রথম ম্যাচে হয়তো ২০ রান কম করেছি। আজও (গতকাল) ২০ রানের মতো কম করেছি। আর বিকেলে এমন স্কোর ডিফেন্ড করা খুবই কঠিন। তবে কোনো অজুহাত দিতে চাই না।’

৩ ফিফটিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ