হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেট থেকে পাপনকে দূরে সরে যেতে বলেছেন চিকিৎসকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিকেট জীবন থেকে অনেক সময় নিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিষয়টি এমন ‘জটিল’ পর্যায়ে পৌঁছেছে শারীরিক ও মানসিক ধকল কমাতে চিকিৎসকেরা নাকি তাঁকে ক্রিকেট থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যাওয়ার পরামর্শও দিয়েছেন। আজ বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান নিজেই বলেছেন সে কথা।

নাজমুল হাসান বলেন, ‘ক্রিকেট অনেক সময় নিয়ে নিচ্ছে। অনেক বেশিই সময় নিচ্ছে। আমার একটা খারাপ ব্যাপার হচ্ছে, বাংলাদেশ হারলে তা মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়। বউ-বাচ্চারা কেউ তখন আমার সামনে আসে না।’

চিকিৎসকদের বরাত দিয়ে নাজমুল হাসান আরও বলেন, ‘চিকিৎসকদের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে, ক্রিকেট থেকে যত দ্রুত সম্ভব, দূরে সরে যেতে। অন্তত, বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি (বেশি সম্পৃক্ত হওয়া)। আপনাদের জানানোর জন্য বলে রাখলাম। মাঝখানে এক বছর আমি এটার সঙ্গে ছিলাম না, ভালোই ছিলাম। কিন্তু এখন আবার টের পাচ্ছি ক্রিকেট আমার অনেক সময় নিয়ে নিচ্ছে।’

এমন পরিস্থিতিতে বিসিবির আগামী নির্বাচনে কি নাজমুল হাসানকে দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরটা নাজমুল হাসান দিলেন ভিন্নভাবেই, ‘খুব কঠিন এটা বলা। আমাদের ১ তারিখে বোর্ড সভা আছে। যা যা নিয়মকানুন আছে, সেখানে আমরা ঘোষণা করে দেব। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন করে ফেলব। দেরি হওয়ার কারণ নেই। তবে বোর্ড সভার পর একটু ভিন্নতা পাবেন আপনারা, নির্বাচন নিয়ে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবারের নির্বাচন একটু আলাদা হবে। অন্যান্যবারের মতো নাও হতে পারে। অন্তত আমি সেটাই প্রস্তাব করব, গ্রহণ করা হবে কিনা, পরের ব্যাপার।’

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে