হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেট থেকে পাপনকে দূরে সরে যেতে বলেছেন চিকিৎসকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিকেট জীবন থেকে অনেক সময় নিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিষয়টি এমন ‘জটিল’ পর্যায়ে পৌঁছেছে শারীরিক ও মানসিক ধকল কমাতে চিকিৎসকেরা নাকি তাঁকে ক্রিকেট থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যাওয়ার পরামর্শও দিয়েছেন। আজ বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান নিজেই বলেছেন সে কথা।

নাজমুল হাসান বলেন, ‘ক্রিকেট অনেক সময় নিয়ে নিচ্ছে। অনেক বেশিই সময় নিচ্ছে। আমার একটা খারাপ ব্যাপার হচ্ছে, বাংলাদেশ হারলে তা মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়। বউ-বাচ্চারা কেউ তখন আমার সামনে আসে না।’

চিকিৎসকদের বরাত দিয়ে নাজমুল হাসান আরও বলেন, ‘চিকিৎসকদের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে, ক্রিকেট থেকে যত দ্রুত সম্ভব, দূরে সরে যেতে। অন্তত, বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি (বেশি সম্পৃক্ত হওয়া)। আপনাদের জানানোর জন্য বলে রাখলাম। মাঝখানে এক বছর আমি এটার সঙ্গে ছিলাম না, ভালোই ছিলাম। কিন্তু এখন আবার টের পাচ্ছি ক্রিকেট আমার অনেক সময় নিয়ে নিচ্ছে।’

এমন পরিস্থিতিতে বিসিবির আগামী নির্বাচনে কি নাজমুল হাসানকে দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরটা নাজমুল হাসান দিলেন ভিন্নভাবেই, ‘খুব কঠিন এটা বলা। আমাদের ১ তারিখে বোর্ড সভা আছে। যা যা নিয়মকানুন আছে, সেখানে আমরা ঘোষণা করে দেব। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন করে ফেলব। দেরি হওয়ার কারণ নেই। তবে বোর্ড সভার পর একটু ভিন্নতা পাবেন আপনারা, নির্বাচন নিয়ে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবারের নির্বাচন একটু আলাদা হবে। অন্যান্যবারের মতো নাও হতে পারে। অন্তত আমি সেটাই প্রস্তাব করব, গ্রহণ করা হবে কিনা, পরের ব্যাপার।’

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড