বিরাট কোহলির হোটেল রুমের ভিডিও ভাইরাল হওয়ার ইস্যু বেশ আলোড়ন তুলেছে। এই ইস্যুতে আলাপ-আলোচনা যেন থামার নামই নিচ্ছে না। এবার এই ঘটনায় দু:খ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রাউন পার্থ হোটেলে নিজের রুমের ভিডিও ভাইরাল হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন কোহলি। ইনস্টাগ্রামে এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বিশাল স্ট্যাটাস দিয়েছিলেন এই তারকা ব্যাটার। এরপর অনেকেই এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে আইসিসি বলেছে, ক্রাউন পার্থ হোটেলে ভারতীয় এক ক্রিকেটারের প্রাইভেসি ক্ষুণ্ণ হওয়ায় ভীষণ হতাশ আইসিসি। আমরা হোটেল এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে কাজ করছি যেন এই জায়গাটা নির্জন থাকে।
খেলোয়াড়দের প্রাইভেসিকে আমরা সবসময় শ্রদ্ধা করি।
কোহলির প্রাইভেসি ক্ষুণ্ণ হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে ক্রাউন পার্থ হোটেল কর্তৃপক্ষ। ক্রাউন পার্থের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘এমন ঘটনায় আমরা ক্ষমা চাচ্ছি। আমরা যথার্থ পদক্ষেপ নিচ্ছি। ক্রাউন পার্থ হোটেলে অতিথিদের প্রাইভেসির ব্যাপারে আমরা সচেতন।’
এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন কোহলি। তিন ম্যাচে করেছেন ১৫৬ রান। গড় ১৫৬, কেননা পাকিস্তান এবং নেদারল্যান্ডস-এই দুই ম্যাচেই ফিফটি করে অপরাজিত ছিলেন ভারতীয় এই ব্যাটার। আর গ্রুপ-২-এর পয়েন্ট তালিকায় ভারত আছে দুই নম্বরে। আগামীকাল অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত।