হোম > খেলা > ক্রিকেট

জোড়া ফিফটিতে আইরিশদের লিড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই সেশনে বাংলাদেশের বোলারদের মাত্র ২ উইকেট দিয়েছে আয়ারল্যান্ড। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম উইকেটে দারুণ ৩টি জুটির সৌজন্যে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে সফরকারীরা। পঞ্চম উইকেটে হ্যারি টেক্টর ও পিটার মুর ১৫৪ বলে গড়েছিলেন ৩৮ রানের জুটি। ষষ্ঠ উইকেটে লরকান টাকারকে নিয়ে ১৪৫ বলে ৭২ রানের আরেকটা কার্যকর জুটি গড়েন টেক্টর।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন টেক্টর। দলের বিপর্যয়ের মুহূর্তে ১৫৯ বলে খেলেছেন ৫৬ রানের ধৈর্যশীল ইনিংস। প্রথম সেশনে মুরকে ড্রেসিংরুমে ফেরান শরীফুল ইসলাম। দ্বিতীয় সেশনে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তাইজুল ইসলামের শিকার হয়ে ফেরেন টেক্টর। 

সপ্তম উইকেটে অ্যান্ডি ম্যাকব্রিনকে সঙ্গে নিয়ে টাকার কাটিয়ে দেন দ্বিতীয় সেশনের বাকি সময়। তাঁদের দুজনের ব্যাটে ১৫৫ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড পেয়েছে লিডও। ইতিমধ্যে ১০৭ বলে সপ্তম উইকেট জুটিতে তাঁরা যোগ করেছেন ৭৬ রান। 

অভিষেক টেস্টে সেঞ্চুরির পথে হাঁটছেন টাকার। ১৩২ বলে ৮৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। ম্যাকব্রিন ২৭ রানে ব্যাটিং করছেন। দ্বিতীয় সেশন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৯৯ রান।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’