হোম > খেলা > ক্রিকেট

সুখবর দিল সিলেটের আবহাওয়া, বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শুরু কখন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে লড়াই চলছে সমানে সমানে। ছবি: বিসিবি

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।

কয়েক ঘণ্টার বৃষ্টিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়াতে পারেনি। ম্যাচে এখন লাঞ্চ বিরতি চলছে। এই লাঞ্চ বিরতির সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা। বেলা ৩টা ২০ মিনিটে হবে চা পানের বিরতি। দিনের শেষ সেশনের খেলা হবে ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শুধু আজই নয়, বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে এর আগেও বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় বৃষ্টি নেমেছিল। তখনো উইকেট কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচের সময় বৃষ্টি ন্যুনতম বাধা হয়ে দাঁড়ায়নি তখন। প্রথম দুই দিন নির্বিঘ্নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট হয়েছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে পরশু। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ব্যর্থতায় ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে। এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৫ উইকেট।

বাংলাদেশ গতকাল তাদের দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান করার পর শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। স্বাগতিকেরা এখনো ২৫ রানে পিছিয়ে। মাহমুদুল হাসান জয় ২৮ রানে ব্যাটিং করছেন। মুমিনুল হক ১৫ রানে অপরাজিত। অবশ্য আজ তৃতীয় দিনের সকালে বৃষ্টির মধ্যেই দুই দলের বাস মাঠে এসে গেছে।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে