হোম > খেলা > ক্রিকেট

সুখবর দিল সিলেটের আবহাওয়া, বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শুরু কখন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে লড়াই চলছে সমানে সমানে। ছবি: বিসিবি

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।

কয়েক ঘণ্টার বৃষ্টিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়াতে পারেনি। ম্যাচে এখন লাঞ্চ বিরতি চলছে। এই লাঞ্চ বিরতির সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা। বেলা ৩টা ২০ মিনিটে হবে চা পানের বিরতি। দিনের শেষ সেশনের খেলা হবে ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শুধু আজই নয়, বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে এর আগেও বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় বৃষ্টি নেমেছিল। তখনো উইকেট কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচের সময় বৃষ্টি ন্যুনতম বাধা হয়ে দাঁড়ায়নি তখন। প্রথম দুই দিন নির্বিঘ্নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট হয়েছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে পরশু। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ব্যর্থতায় ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে। এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৫ উইকেট।

বাংলাদেশ গতকাল তাদের দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান করার পর শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। স্বাগতিকেরা এখনো ২৫ রানে পিছিয়ে। মাহমুদুল হাসান জয় ২৮ রানে ব্যাটিং করছেন। মুমিনুল হক ১৫ রানে অপরাজিত। অবশ্য আজ তৃতীয় দিনের সকালে বৃষ্টির মধ্যেই দুই দলের বাস মাঠে এসে গেছে।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড