হোম > খেলা > ক্রিকেট

আইসিসির স্বীকৃতি স্মারক নিয়ে মাঠে মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২২ সালে ওয়ানডেতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান বাংলাদেশের এই অলরাউন্ডার। বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়ার স্বীকৃতি হিসেবে দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকে বিশেষ স্মারক হিসেবে আইসিসি লোগো সমন্বিত ক্যাপ দিয়েছে। ‘আইসিসি টিম অব দ্য ইয়ার ২০২২’ লেখা সমন্বিত সেই ক্যাপ এসে পৌঁছেছে মিরাজের হাতে। 

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নিজের স্বীকৃতি স্মারক ক্যাপ নিয়েই আসেন মিরাজ। হাততালি দিয়ে কোচ ও সতীর্থরা অভিবাদন জানান তাঁকে। এই বছর আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের হয়ে শুধু মিরাজই জায়গা পেয়েছেন। 

মিরাজ ২০২২ সালে মোট ১৫টি ওয়ানডে খেলেছেন। এর মধ্যে বল হাতে ২৮.২০ গড়ে নেন ২৪ উইকেট। ব্যাট হাতে নেমেছেন ১০ ইনিংসে। যেখানে একটি সেঞ্চুরি, একটি ফিফটিসহ করেছেন ৩৩০। ব্যাটিং গড় ছিল ৬৬। 

গত বছর বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার ছিলেন বাংলাদেশের। ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন—সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমান।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড