চার বছর বিরতির পর অবশেষে সূচি নির্ধারণ হয়েছে এশিয়া কাপের। আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া ২০২২ এশিয়া কাপের ফাইনাল হবে আগামী ১১ সেপ্টেম্বর। বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আজ শনিবার কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর বার্ষিক সভায় এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টের আয়োজক যে শ্রীলঙ্কা, সেটি আগেই নির্ধারিত ছিল। মাঝে করোনা ধাক্কায় টুর্নামেন্ট একাধিকবার পিছিয়েছে। আজ বার্ষিক সভা শেষে এসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, পাঁচ টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে টুর্নামেন্টে। এর বাইরে ২০ আগস্ট থেকে হতে যাওয়া বাছাইয়ের বাধা উতরে আসবে একটি দল। মোট ছয় দলের টুর্নামেন্ট হবে এটি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই হয়ে থাকে এশিয়া কাপ। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবারের এশিয়া কাপ ২০ ওভারের সংস্করণে হবে। এর আগে ২০১৮ এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে। ২০১৬ এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই মঞ্চে এখনো বাংলাদেশ চ্যাম্পিয়ন না হলেও সর্বশেষ টানা তিনবার রানার্সআপ হয়েছে।
এশিয়া কাপ সম্পর্কিত সব খবর জানতে এখানে ক্লিক করুন
আজকের বার্ষিক সভায় সর্বসম্মতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি ও এসিসির বর্তমান সভাপতি জয় সাহার মেয়াদ বেড়েছে ২০২৪ পর্যন্ত।