হোম > খেলা > ক্রিকেট

সাকিবের বিরুদ্ধে দেয়াললিখনকে ভক্তদের ‘আবেগ’ মনে করেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাকিব আল হাসানের চাওয়া অনুযায়ীই যেন সবকিছু এগোচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার যে ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার, সেটিও পূরণ হওয়ার পথে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথাতেই সেটা বোঝা গেছে। এরই মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কদিন ধরে সাকিববিরোধী দেয়াললিখন দেখা গেছে।   

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুরে বিসিবিতে আসেন আসিফ মাহমুদ। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বেলা ১টার দিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে সাকিববিরোধী দেয়াললিখন নিয়ে প্রশ্ন করা হয়েছে আসিফ মাহমুদকে। সাকিববিরোধীদের এই আচরণকে তাঁদের আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, ‘যে দেয়াললিখনের কথা বলছেন বা আমি যেটা সামাজিক মাধ্যমে দেখেছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার আছে যেকোনো ধরনের আন্দোলন বা যেকোনো কিছু করার।’ 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাকিব ছিলেন দেশের বাইরে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া তো দূরে থাক, উল্টো বিতর্কিত কাণ্ড করেছিলেন। কানাডায় প্রবাসী এক ভক্তের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তিনি। বাংলাদেশে যখন উত্তপ্ত পরিস্থিতি, একের পর এক মানুষ মারা যাচ্ছিল, তখন সাকিবের স্ত্রী টরন্টোতে ঘোরাঘুরির ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। এসব কারণেই সাকিবের বিরুদ্ধে জনমানুষের ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। 

মিরপুরে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে ইতি টানার ঘোষণা দিলেও সাকিবের নিরাপত্তা–সংক্রান্ত ব্যাপার নিয়ে একেক সময় একেক কথাবার্তা শোনা যায়। ৩৭ বছর বয়সী তারকার দেশে ফেরার প্রশ্ন উঠলে আসিফ মাহমুদ আজ কথা বলেছেন তাঁর (সাকিব) রাজনৈতিক ক্যারিয়ারের বিষয়েও। ছিলেন ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন সাকিব। 

সাকিব কদিন আগে ফেসবুকে বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকতে না পারা নিয়ে দুঃখ প্রকাশ করেন। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় আসিফ মাহমুদকে। উত্তরে সাংবাদিকদের যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, দেশে ফিরতে বাংলাদেশের তারকা অলরাউন্ডার আইনি কোনো সমস্যায় পড়বেন না। আসিফ মাহমুদ আজও আইন মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেছেন।

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত ভারতকে নিয়ে বোর্ডের ‘তদন্ত’

অ্যাশেজ শেষ প্যাট কামিন্সের, বিশ্বকাপে খেলতে পারবেন তো