হোম > খেলা > ক্রিকেট

পায়জামা টেনে, পকেটে হাত ঢুকিয়ে দর্শকদের কী দেখালেন কোহলি

ছবি: সংগৃহীত

মাঠের খেলায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে এবার পেরে ওঠেনি ভারত। তবে অশোভন আচরণ, বিতর্ক, স্লেজিং, দর্শকদের সঙ্গে তর্ক—এ সব কোনো কিছুই বাদ রাখেনি তারা। আলাদা করে বললে, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ছিলেন এক কাঠি সরেস। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টেও ব্যতিক্রম হয়নি।

বিশেষ করে আজ তৃতীয় দিন কোহলির অঙ্গভঙ্গি টেনে এনেছিল ৬ বছর আগের অস্ট্রেলিয়ার ক্রিকেটের বিব্রতকর অধ্যায় ‘স্যান্ডপেপার-গেট’ বিতর্ক। গ্যালারিতে দর্শকেরা দুয়ো দিচ্ছেন ভারতীয়দের। সংবাদমাধ্যমের প্রতিবেদন, দর্শকদের পাল্টা জবাব দিতেই কোহলি এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের ঘটনা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজি সমর্থকেরা ভারতীয় দলকে অনবরত কিছু না কিছু বলেই যাচ্ছেন। তার জবাব দেন কোহলি! ঋষভ পন্তের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই নিজের পায়জামার দুই পকেটে হাত ঢুকিয়ে দেন। পকেট বের করে এনে বোঝান, সেটি খালি। এখানেই থামেননি। নিজের প্যান্ট কিছুটা টেনে এনে ভেতরের দিকে তাকিয়ে মাথা নেড়ে ও ভেংচি কেটে বোঝান সেখানেও কিছু নেই।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘স্যান্ডপেপার’ বিতর্কে উত্তাল হয়েছিল বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সিরিশ কাগজ দিয়ে বল বিকৃত করার চেষ্টা ধরা পড়ে গিয়েছিল ক্যামেরায়। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে এ জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ব্যানক্রফট পকেটে এবং অন্তর্বাসের ভেতরে সিরিশ কাগজ লুকিয়ে রেখেছিলেন। কোহলি সেটিই অনুকরণ করে দেখিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে।

"What is that about?"#AUSvIND pic.twitter.com/HwNZXhKW1S

— cricket.com.au (@cricketcomau) January 5, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

মেলবোর্ন টেস্টে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বিতর্ক তৈরি করেছিলেন কোহলি। তারপর থেকেই অজি মিডিয়া ও সমর্থকেরা কোহলিকে সুযোগ পেলেই কটাক্ষ করার চেষ্টা করেন। কোহলির সঙ্গে ড্রেসিংরুমে ফেরার পথেও তর্ক জুড়ে দেন দর্শকেরা। খেলায় অবশ্য জিতেছে অস্ট্রেলিয়াই। সিডনি টেস্টে আজ ভারতকে হারিয়েছে ৬ উইকেটে। সিরিজ জিতেছে তারা ১-৩ ব্যবধানে।

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি