হোম > খেলা > ক্রিকেট

আবারও ব্রুকের সেঞ্চুরি, শুরুতেই বেকায়দায় নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন হ্যারি ব্রুক। ছবি: ক্রিকইনফো

টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ের অভ্যাস তো ইংল্যান্ড রপ্ত করেছে কত আগেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কখনো ওয়ানডে, এমনকি তাদের ব্যাটিং ছাড়িয়ে যায় টি-টোয়েন্টিকেও। ওয়েলিংটনে আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিংয়ে ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ড।

৫.১২ রানরেটে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ২৮০ রান করেছে ইংল্যান্ড। অন্যদিকে স্বাগতিক নিউজিল্যান্ড ব্যাটিং করেছে প্রথাগত টেস্ট মেজাজে। তাতেও ইংল্যান্ডের আক্রমণাত্মক বোলিং ঠিকমতো সামাল দিতে পারেনি কিউইরা। প্রথম দিন কিউইরা শেষ করেছে ৫ উইকেটে ৮৬ রানে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২.৫ ওভারে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সফরকারীদের বিপদে হাল ধরেন ওলি পোপ ও হ্যারি ব্রুক। তাঁরা নিউজিল্যান্ডের বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন। ১৫৯ বলে ১৭৪ রানের জুটি গড়েন পোপ ও ব্রুক। এই জুটি গড়ার পথে ব্রুক অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৪০তম ওভারের প্রথম বলে পোপকে ফিরিয়ে জুটি ভাঙেন উইলিয়াম ও’রুর্ক।

৭৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৬ রান করেন পোপ। ইংল্যান্ডের ইনিংসে আরেক দফা ভাঙনের শুরু এখান থেকেই। ৬৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৮০ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ইনিংস সর্বোচ্চ ১২৩ রান করেন ব্রুক। ১১৫ বলের ইনিংসে ১১ চার ও ৫ ছক্কা মারেন এই মিডল অর্ডার ব্যাটার। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন ধুঁকছে, তখন ব্যাটিংয়ে আসেন ব্রুক। ১৯৪ মিনিট উইকেটে থেকে আউট হয়েছেন দলের সপ্তম ব্যাটার হিসেবে। নিউজিল্যান্ডের সেরা বোলার নাথান স্মিথ ৮৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ও’রুর্ক ও ম্যাট হেনরি নিয়েছেন ৩ ও ২ উইকেট। ইংল্যান্ডের ইনিংসে একমাত্র রানআউট হয়েছেন ব্রুক।

ব্যাটিংয়ে নেমে রক্ষণাত্মক শুরু করলেও ১৮ রানে ভেঙে যায় নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে ডেভন কনওয়েকে (১১) ফিরিয়েছেন গাস অ্যাটকিনসন। ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ইনিংস মেরামতের চেষ্টা করতে থাকেন কেইন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে লাথামের সঙ্গে ৫১ বলে ৩৫ রানের জুটি গড়তে অবদান রাখেন উইলিয়ামসন।

১৫তম ওভারের দ্বিতীয় বলে টম লাথামকে বোল্ড করে নিউজিল্যান্ডের ইনিংসে ধসের সূচনা করেন বেন স্টোকস। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ৫ উইকেটে ৭৯ রানে পরিণত হয় কিউইরা। প্রথম দিনে স্বাগতিকেরা ব্যাটিং করতে পেরেছে ২৬ ওভার। ৫ উইকেটে করেছে ৮৬ রান। উইলিয়ামসন করেন ৩৭ রান। এখনো স্বাগতিকেরা পিছিয়ে ১৯৪ রানে।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি