হোম > খেলা > ক্রিকেট

কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট শুরু হতে দেরি

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে

ম্যাচের আগের দিন গতকাল দুপুর থেকে সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে কানপুরে। রাতে হয়েছে ভারী বৃষ্টি। স্টেডিয়ামে আসার পথে জমে আছে থোকায় থোকায় পানি। আষ্টে কাদা তো রয়েছেই, মাঠে ঢুকেই চোখ পড়ল ম্যাচের উইকেটে। ছিল ত্রিপলে ঢাকা। আকাশ এখনো মেঘলা। তবে নেই বৃষ্টি। উইকেটের আবরণ সরিয়ে নেওয়া হয়েছে কানপুরে স্থানীয় সময় ৯টার আগে। মাঠকর্মীরা প্রাণান্তকর চেষ্টা করছেন মাঠ প্রস্তুত করতে। সুপার সপার দিয়ে সেচে ফেলা হচ্ছে ঘাসের কোনায় জমে থাকা পানি। কাজ চলছে জোরেশোরে। 

বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে আর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, পেস বোলিং কোচ মরনে মরকেল উইকেটে দাঁড়িয়ে ম্যাচের চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মার সঙ্গে কথাবার্তা বলেছেন।  কিছু সময় হাথুরুসিংহেও কথা বলেন এই ম্যাচ কর্মকর্তার সঙ্গে। ম্যাচ কর্মকর্তা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করবেন। তার পরই মাঠে কখন টস হতে পারে, সেই সময় চূড়ান্ত করবেন তাঁরা।

এদিকে কানপুর টেস্টকে কেন্দ্র করে পুরো গ্রিন পার্ক স্টেডিয়ামের ১ কিলোমিটার এলাকাকে ‘ফুলপ্রুফ’ চেকিং জোন হিসেবে ঘোষণা করেছে কানপুর পুলিশ। রাস্তার একাধিক প্রবেশদ্বারে ট্রাফিক ডাইভারশন দিয়ে রাখা হয়েছে। স্টেডিয়ামে আসার সময় দর্শকদের একাধিকবার চেকিং করা হচ্ছে।

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট