হোম > খেলা > ক্রিকেট

এবার ড্রেসিংরুমে ধূমপান করে ভাইরাল পাকিস্তানি ক্রিকেটার

নাম—পাকিস্তান সুপার লিগ। তবে এখন কেউ কেউ মজা করে ডাকছে—পাকিস্তান স্মোকিং লিগ। দুটোর সংক্ষিপ্ত রূপ একই—পিএসএল! হঠাৎ করে কেন এমন নামকরণ? সেটি খোলাসা হবে একটু পরেই। 

গতকাল ছিল পিএসএলের ৯ম সংস্করণের ফাইনাল। করাচিতে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান। সেই ম্যাচ দিয়েই মূলত পিএসএলের এই কৌতুকপূর্ণ নামকরণ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে ইসলামাবাদের জার্সি পরিহিত অবস্থায় ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় ইমাদ ওয়াসিমকে। বেশ লুকিয়ে, সবার অলক্ষ্যে ধূমপান করতে চেয়েছিলেন তিনি। 

কিন্তু মাঠের চারদিকে ক্যামেরা। সেই সব ক্যামেরা ফাঁকি দেওয়া কী অত সহজ! ইমাদের ধূমপান ও ধোঁয়া ছাড়ার দৃশ্য ঠিকই ক্যামেরাবন্দী হয়েছে। আর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ইমাদের ধূমপানের একটি ভিডিও ফরিদ খান নামের একজন তাঁর অফিশিয়াল এক্সে পোস্ট দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘পাকিস্তান স্মোকিং লিগ’। সেই শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও।

ইমাদের এই ধূমপানের দৃশ্য মুলতানের ব্যাটিংয়ের সময়। ড্রেসিংরুমে ফেরার আগে আগে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের এই ৩৫ বছর বয়সী অলরাউন্ডারই মুলতানকে বড় সংগ্রহ করতে দেননি। শিরোপাও উঠেছে তাঁর হাতে। ম্যাচ-সেরাও ইমাদ। অবশ্য ধূমপানের ঘটনায় এখন পর্যন্ত তাঁর শাস্তি নিয়ে কোনো ঘোষণা আসেনি। খেলার সময় ধূমপান নিয়মবহির্ভূত, সেটি যেকোনো টুর্নামেন্টে। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে পিএসএলের এই একটা ঘটনায় দারুণ সাদৃশ্য পাওয়া গেল। গত বছর বিপিএলে ড্রেসিংরুমে ধূমপান করেছিলেন খালেদ মাহমুদ সুজন। সেই দৃশ্য ভাইরালও হয়। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় খেলার চেতনাবিরোধী এমন কাজ করায় শাস্তি পান সেই সময়ের খুলনা টাইগার্স কোচ। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় সুজনের। আর আচরণবিধিতে যুক্ত হয়েছে আরও দুটি ডিমেরিট পয়েন্ট।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল