হোম > খেলা > ক্রিকেট

আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠাল লঙ্কানরা

গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছিল আফগানিস্তান। আর আফগানিস্তানের কাছে হারলেও বাংলাদেশকে বিদায় করে শেষ চারে ওঠে শ্রীলঙ্কা। এবার শেষ চারের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা। 

ইতিমধ্যে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। গ্রুপ পর্বের একাদশ নিয়েই সুপার ফোরে লড়বেন তারা। তবে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে আফগানরা। আজমতউল্লাহ ওমরাজাই অসুস্থ হওয়ায় দলে ফিরেছেন সামিউল্লাহ শেনওয়ারি। আজ শারজা বাংলাদেশ সময় রাত ৮টায় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। 

শ্রীলঙ্কা একাদশ: শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, চামিকা করুণারত্নে, দিলশান মধুশঙ্কা ও আসিথা ফার্নান্দো। 

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাযরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, ফজলহক ফারুকী, নাবিন উল হক, মুজিবর রহমান।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ