২০১৭ সাল থেকে ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে পরিচয় গ্লেন ম্যাক্সওয়েলের। সেই পরিচয় গড়াচ্ছে পরিণয়ের দিকে। এবার গাঁটছড়া বাঁধার পালা। আর সে কারণে পাকিস্তান সফরে যেতে পারছেন না এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
আগামী ২৭ মার্চ রমনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। এদিকে ৩ মার্চ পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। শুধু পাকিস্তান সফর নয় বিয়ের কারণে আইপিএলে শুরুর দিকের ম্যাচও মিস করবেন ম্যাক্সওয়েল। এবারের আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর সম্প্রচারক চ্যানেল ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি জানান ম্যাক্সওয়েল।
বিয়ের এই আমন্ত্রণপত্র এরই মধ্যে টুইট করেছেন ভারতীয় অভিনেত্রী কস্তুরী শঙ্কর। এই অভিনেত্রী টুইটে লিখেছেন, ‘ভিনি রমনকে বিয়ে করছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই মিষ্টি তামিল আমন্ত্রণপত্র থেকে যতটুকু বোঝা যাচ্ছে, তামিল ব্রাহ্মণ রীতিতেই বিয়েটা হবে...সেখানে কি সাদা গাউনের বিয়েও হবে? গ্লেন ও ভিনিকে অভিনন্দন।’