হোম > খেলা > ক্রিকেট

বুড়ো বানিয়ে দিয়েন না, বলছেন তাইজুল

উইকেট নেওয়ার পর শূন্যে উড়ে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে উদ্‌যাপন—তাইজুল ইসলামের কাছে তা বেশ সাধারণ ব্যাপার। মাঠের পারফরম্যান্স কতটা উপভোগ করেন, তা তাঁর এমন উদ্‌যাপন দেখলেই বোঝা যায়। মাঠের বাইরেও তাইজুল ঠিক ততটাই প্রাণবন্ত। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে আজ চতুর্থ দিনে ১১৩ রান তুলতে হারিয়ে বসে ৭ উইকেট। নিউজিল্যান্ডের ১৭ উইকেটের মধ্যে ৮ উইকেট তুলে নিয়েছেন তাইজুল। দুই ইনিংসেই নিয়েছেন চারটি করে উইকেট। দুই ইনিংসেই কিউই ব্যাটার কেইন উইলিয়ামসনের উইকেট পেয়েছেন তাইজুল। চতুর্থ দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে একটু মজা করেছেন তাইজুল। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগে। তবে বুড়ো বানিয়ে দিয়েন না আবার।’ 

কিংসটাউনে ২০১৪-এর সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তাইজুলের। ৯ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৩ টেস্ট খেলে নিয়েছেন ১৮৫ উইকেট। তাঁর টেস্ট ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৫৬ টেস্ট। সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘একজন খেলোয়াড় যখন ৮-১০-১২ বছর খেলে, অবশ্যই অভিজ্ঞতা থাকে। ক্রিকেটে এই অভিজ্ঞতা অনেক কাজে লাগে। অধিনায়ক-কোচের ওপর নির্ভর করে আমাকে কতটা প্রাধান্য দিচ্ছে। প্রাধান্য দিলে অবশ্যই চেষ্টা করব সাহায্য করার। সব সময় আমার দরজা খোলা। যেকোনো দরকার হলে আমি করব। অনেকে অনেক সময় বলে কী করা যায়।’

তাইজুলের প্রশংসা ঝরেছে এজাজ প্যাটেলের কণ্ঠেও। চতুর্থ দিন শেষে আজ সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, ‘হ্যাঁ, তাইজুল সত্যিই দারুণ বোলিং করেছে। সে (তাইজুল) অনেক ক্রিকেট খেলেছে। আসলেই সে অনেক দক্ষ বোলার। তাকে কৃতিত্ব দিতেই হবে। সে দীর্ঘদিন ধরে সঠিক জায়গায় বোলিং করে যাচ্ছে।’

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক