হোম > খেলা > ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হারের চোখরাঙানি 

বাংলাদেশের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে দুই পাকিস্তানি ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। দুজনই তুলে নিয়েছেন ফিফটি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০৯।

চতুর্থ দিনের তৃতীয় সেশনেও বোলাররা উইকেট থেকে কোনো সহায়তা নিতে পারেননি। বাংলাদেশি বোলারদের নির্বিষ বোলিংয়ে হেসেখেলেই ব্যাটিং করে গেছেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার। দিন শেষে আবিদ আলী ৫৬ ও শফিক ৫৩ রানে অপরাজিত আছেন। 

এর আগে সকালে ৬ উইকেট হাতে রেখে ৩৯ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। দিনের প্রথম ওভারে হাসান আলীর বলে বোল্ড হোন মুশফিকুর রহিম (১৬)। পরে ষষ্ঠ উইকেট জুটিতে লিটন-ইয়াসির ৪৭ রান জুটি গড়ে বড় লিডের আশা জাগিয়েছিলেন। তবে শাহীন আফ্রিদির বল ইয়াসিরের মাথায় লাগলে স্বেচ্ছায় অবসরে যান তিনি। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে একমাত্র ফিফটি পেয়েছিলেন লিটন। লিটনের ৫৯ রানের সুবাদে সব কটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৩ রান। সঙ্গে প্রথম ইনিংসের ৪৪ রানের লিড যোগ হয়ে পাকিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছিল ২০২ রান।

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

কোহলির সেঞ্চুরির পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি