হোম > খেলা > ক্রিকেট

আন্তর্জাতিক কোচ হতে চান মুশফিক-মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক    

আন্তর্জাতিক কোচ হতে চান মুশফিক-মাহমুদউল্লাহ। ছবি: বিসিবি

বিসিবি সভাপতি হওয়ার পর আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। সঙ্গে ছিলেন বোর্ড পরিচালকেরাও। উপদেষ্টার সঙ্গে আলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় বুলবুল কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন, ক্রিকেটের হাতেখড়ি যেখান থেকে, সেসব জায়গায় উন্নতি দৃষ্টি তাঁর।

স্কুল ক্রিকেটের পুনর্বিন্যাস, পারফরম্যান্সে উন্নতির আশা দেখছেন বুলবুল। নতুন বোর্ড সভাপতি বলেন, ‘আমরা স্কুল ক্রিকেটকে নতুনভাবে সাজাচ্ছি। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় দলের পারফরম্যান্স উন্নত হবে। সেখান থেকে হাই পারফরম্যান্স ক্রিকেটারের জোগানও বাড়বে। আমরা আমাদের পরিকল্পনায় ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। যেন গ্রামের প্রতিভাবান এক খেলোয়াড় উপজেলা, সেখান থেকে জেলা, তারপর বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে উঠতে পারে। আমরা সেই পথ তৈরি করছি।’

বুলবুলের ভাবনায় ক্রিকেটাররা অবসরের পর যেন ভালো সংগঠক হতে পারেন, কোচ হতে পারেন—এসব ব্যাপারেও উদ্যোগ নিতে চান তিনি। সে প্রসঙ্গ আসতেই বললেন, ‘নান্নু ভাই, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। আকরাম ভাই, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। লিপু ভাই, হাবিবুল বাশার...তারা তো একেকজন কিংবদন্তি। তারা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তারা মাঠের চরিত্র, উইকেটের চরিত্র, ড্রেসিং রুমের চরিত্র-সব জানেন। এই ধরনের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে।’

বুলবুল আবার এটাও বিশ্বাস করেন, ‘তবে এটা ঠিক যে, একজন খেলোয়াড় সরাসরি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয় না বা ভালো কোচ হয় না। সেই ব্যবস্থাগুলো করব।’

এ সব ব্যাপারে কথা বলতে গিয়ে বুলবুল সামনে নিয়ে এলেন মুশফিক-মাহমুদউল্লাহর কোচ হওয়ার প্রসঙ্গ, ‘সেই লক্ষ্যে আমি বলতে চাই, এখানে বলা উচিত কিনা জানি না... আমি বিসিবিতে জয়েন করার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে পরিচালিত করব।’

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট