হোম > খেলা > ক্রিকেট

সিদ্ধান্ত পরিবর্তন, সাকিব খেলবেন দক্ষিণ আফ্রিকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শারীরিক ও মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেকোনো একটা সংস্করণে খেলতে চাননি সাকিব আল হাসান। আফগানিস্তান সিরিজ শেষে ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে এমনটাই জানিয়েছিলেন তিনি। খেলার মতো অবস্থায় না থাকায় বিসিবি অবশ্য সাকিবকে দুই মাসের ছুটিও দিয়েছিল। 

তবে দুবাই থেকে দেশে ফিরেই নাকি স্বস্তি ফিরে পেয়েছেন সাকিব। বোর্ডের সঙ্গে আলোচনার পর এখন দক্ষিণ আফ্রিকায় যেতে চান তিনি। আগামীকাল রোববার সাকিব প্রোটিয়া সফরের জন্য রওনা দেবেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বোর্ডে আসেন তিনি। তারপর বিসিবি সভাপতি ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন তিনি।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন নাজমুল হাসান পাপন ও সাকিব। এ সময় সাকিব বলেন, ‘পাপন ভাইর (বিসিবি সভাপতি) সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে। আজ আবার কথা হলো। যেহেতু তিন সংস্করণেরই আছি, এখন থেকে তিন সংস্করণেরই নিয়মিত খেলব।’

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নিজেকে ফিট মনে না করায় দুই মাসের ছুটি দেওয়া হয় সাকিবকে। এর আগে সর্বশেষ নিউজিল্যান্ড সফর থেকেও ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। তবে এবার সাকিবের কণ্ঠে ভিন্ন কথাই শোনা গেল। বিশ্রাম নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলরাউন্ডার বললেন, ‘এখন থেকে বোর্ড সিদ্ধান্ত নেবে, কখন বিশ্রাম দেওয়া দরকার। তিন সংস্করণে নিয়মিত খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরেও আমি খেলছি।’

সাকিব মানসিকভাবে ঠিকঠাক ছিল না জানিয়ে এ সময় পাপন বলেন, ‘আসলে সে একটু মানসিকভাবে বিধ্বস্ত। এটা আমাদের সকলেরই কোনো না কোনো সময় হয়। আপনারা অনেকে ধারণা করে নিচ্ছেন, এর সঙ্গে সমস্যা, ওর সঙ্গে সমস্যা। এসব কিছুই না। সে আমার সঙ্গে আলোচনা করেছে এবং বলেছে দক্ষিণ আফ্রিকা সফর সহ সব সংস্করণে খেলত চায়।’

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে