হোম > খেলা > ক্রিকেট

সেঞ্চুরি করেও নিজেকে দায়ী করছেন হৃদয়

ক্রীড়া ডেস্ক    

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কয়েক বার সেঞ্চুরির কাছে গিয়েও ফিরে আসতে হয়েছিল তাওহিদ হৃদয়কে। দুবাইয়ে গতকাল হৃদয় বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো তিন অঙ্ক ছুঁয়েছেন। সেটাও আবার আইসিসি ইভেন্টে। তবু বাংলাদেশের এই তরুণ ক্রিকেটারের মন খারাপ।

চ্যাম্পিয়নস ট্রফির অভিযান গতকাল বাংলাদেশ শুরু করে ভারতের বিপক্ষে। ৪৯তম ওভারের প্রথম বলে মোহাম্মদ শামির বল ডিপ পয়েন্টে ঠেলে হৃদয় সিঙ্গেল নিয়ে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যেটা তাঁর আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথম সেঞ্চুরি। ১১৪ বলে তিন অঙ্ক ছুঁয়ে হেলমেটটা খুললেন। তবে বাংলাদেশের এই তরুণ ব্যাটারের ১১৮ বলে ১০০ রানের ইনিংস বৃথা গেছে শুবমান গিলের সেঞ্চুরিতে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ভারত জিতেছে ২১ বল হাতে রেখে ৬ উইকেটে। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘আন্তর্জাতিক ক‍্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে সবটুকুই বৃথা হয়, যখন দল হেরে যায়। শতরানের জন‍্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই। তবে মন খারাপ। হয়তো আমি আরও একটু ভালো খেললে দলের জন‍্য আরও ভালো হতো। পরের ম‍্যাচে ফিরতে চাই। তারজন‍্য যতো কষ্টই সহ‍্য করতে হোক না কেন।’

হৃদয় গতকাল ব্যাটিং করেছেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। ৩৫ রানে বাংলাদেশ ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে ২০৬ বলে ১৫৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। তবে সেঞ্চুরি করতে হৃদয়কে লড়াই করতে হয়েছে নিজের সঙ্গেও। ৪৭ তম ওভারে নব্বইয়ের ঘরে পৌঁছানোর পর চোট নিয়ে উইকেটে পড়ে যাওয়ার পর তাঁর সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজস্থান রয়্যালস এই ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘দারুণ লড়াই।’ ক্যাপশনের পর স্যালুটের ইমোজি দিয়েছে। হৃদয়ের এই লড়াকু ইনিংসে রাজস্থান কী পরিমাণ মুগ্ধ, সেটা এই পোস্টে বোঝা গিয়েছে।

তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংসে মুগ্ধ রাজস্থান রয়্যালসও। ছবি: ফেসবুক

হৃদয় উইকেটে পড়ে যেতেই যেন ফিরল গ্লেন ম্যাক্সওয়েলের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেই বিখ্যাত ইনিংসটার স্মৃতি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে মাংসপেশির টান পেয়েও প্রায় অচল শরীরটা নিয়ে অপরাজিত ডাবল সেঞ্চুরি করে আফগানিস্তানের মুঠো থেকে জয় কেড়ে নিয়ে এসেছিলেন ‘ম্যাক্সি’। তবে সেবার ম্যাক্সওয়েল জয় নিয়ে মাঠ ছাড়লেও হৃদয় পরাজিত দলে থেকে গেলেন।

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী