নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা ক্রিকেটীয় ব্যস্ততার পর মুশফিকুর রহিমদের জীবনে মিলেছে একখণ্ড অবসর। বিশ্বকাপের মঞ্চে নামার আগে আবার মুশফিকের আছে ‘এ’ দলের হয়ে খেলার ব্যস্ততাও। তার আগে মন আর শরীর সতেজ করতে মুশফিকুর রহিম বেরিয়েছেন সমুদ্রবিলাসে। ঘুরতে গেছেন কক্সবাজারে। তাঁর সফরসঙ্গী পরিবারের ১৮ সদস্য।