হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের ভবিষ্যৎ তারকার নাম বললেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অবদান অনন্য। টানা দেড় দশকের বেশি সময় দেশের ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। তাঁদের ক্যারিয়ার গোধূলিলগ্নে আসায় এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশকে পথ দেখাবেন কারা। 

ইতিমধ্যে দু-একজন ভিন্ন ভিন্ন সংস্করণকে বিদায়ও জানিয়েছেন। ভবিষ্যৎ তারকার বিষয়ে আজ নাজমুল হাসান পাপনকেও প্রশ্ন করা হয়। বিসিবি সভাপতি প্রশ্নের জবাবে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন। 
 
আজ গুলশানে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) ১০ বছর পূর্তি অনুষ্ঠানে পাপন বলেছেন, ‘পাইপলাইনে আমাদের কিছু তারকা আছে। সমস্যা হচ্ছে তুলনা করতে গেলে। আমি যদি সবচেয়ে সাধারণ নামগুলো বাদও দিই, মিরাজ গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

এরপর একে একে আরো কয়েকজনের নাম জানান পাপন। তিনি বলেছেন, ‘শান্তর কথা চিন্তা করেন, লিটন দাস—যতগুলো নামই বলব, সবাই সম্ভাবনাময়ী। হাসান মাহমুদ, তাসকিন তো আছেই। তবে এরা যে সবাই তারকা হয়ে গেছে তা না। কিন্তু তারা প্রক্রিয়ার মধ্যে আছে। ব্যক্তিগতভাবে মনে করি, আরও অনেক খেলোয়াড় আছে। তবে টি-টোয়েন্টির কথা ধরলে সাকিব ছাড়া কেউ নেই, পুরোনোদের মধ্যে। আমার ধারণা, পরের বিশ্বকাপে এই দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স দেখতে পাব।’

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা

ভারতকে হারিয়ে ২১ লাখ টাকা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসি কেন এই সিস্টেমের খরচ বহন করছে না, প্রশ্ন স্টার্কের