ডারউইনের গার্ডেনস ওভাল যেন ছিল আজ ‘এক টুকরো বাংলাদেশ’। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল না খেললেও বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন ভক্ত-সমর্থকেরা। প্রবাসী দর্শকদের উপস্থিতিতে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়েছে বিসিবি এইচপি।
গার্ডেনস ওভালে টপ এন্ড টি-টোয়েন্ট সিরিজে আজ ১৭০ রানের লক্ষ্যে নেমে মেলবোর্ন রেনেগেডস শুরুটা করে দুর্দান্ত। হ্যারি ডিক্সন, জোশুয়া ব্রাউন দুই ওপেনারের ব্যাটিংয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে রেনেগেডস করে ৩৪ রান। রেনেগেডসের সর্বোচ্চ জুটি এটাই। পঞ্চম ওভারের প্রথম বলে ডিক্সনকে বোল্ড করে ভাঙন ধরানোর কাজ শুরু করেন আবু হায়দার রনি। ১৭ বলে ৩ চারে ১৬ রান করেন ডিক্সন।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মেলবোর্ন রেনেগেডসের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৫ উইকেটে ৯১ রান। বিপর্যয়ে পড়া রেনেগেডস গুটিয়ে গেছে চোখের পলকেই। ৮ বলে ২ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে ৯৩ রানে অলআউট হয়েছে রেনেগেডস। সর্বোচ্চ ১৯ রান করেন ব্রাউন। ১৫ বলের ইনিংসে মেরেছেন ২ ছক্কা। ৩ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে বিসিবি এইচপির সেরা বোলার রিপন মন্ডল। ১২ বল ডট দিয়েছেন। রিপনের সমান ৩ উইকেট নিয়েছেন রাকিবুল ইসলাম। ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেছেন তিনি।