হোম > খেলা > ক্রিকেট

আনুষ্ঠানিকতার ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান  

পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে  নারী এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে। তাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। এই আনুষ্ঠাতিকতার ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। 

১১৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৯.২ ওভারে ৫১ রানেই তারা হারায় চার উইকেট। এরপর পঞ্চম উইকেট জুটিতে নিদা দার ও আলিয়া রিয়াজ যোগ করেন ৪৫ রান। আর ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটো ছক্কা হাঁকান আয়েশা নাইম। তাতে ৭ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তানিরা। 

পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন নিদা দার। ২৮ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার।  শ্রীলঙ্কান বোলারদের মধ্যে দুই উইকেট নিয়েছেন কাভিশা দিলহারি। ১৬ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন দিলহারি। ম্যাচসেরা হয়েছেন ওমাইমা সোহেল। ১৩ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট ও দুটো ক্যাচ ধরেছেন। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণিতে ১৮.৫ ওভারে ১১২ রানে অলআউট হয় লঙ্কানরা।  লঙ্কানদের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন আতাপাত্তু। লঙ্কান অধিনায়ক ২৬ বলে করেছেন ৪১ রান। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন সোহেল।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে