হোম > খেলা > ক্রিকেট

ভালো খারাপ মাঠে দেখা যাবে, শানাকার মন্তব্যের জবাবে মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের সঙ্গে তুলনা এনে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হিসেবে মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। 

লঙ্কান অধিনায়কের এমন মন্তব্যকে মাঠেই ভুল প্রমাণ করতে চায় বাংলাদেশ। আজ সাংবাদিকদের এমনটাই জানালেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেছেন, ‘আসলে ভালো-খারাপ, এটা কিন্তু মাঠে প্রমাণ হবে। দেখেন, একটা দল যদি মাঠে খারাপ খেলে অবশ্যই ম্যাচ হেরে যায়, আবার খারাপ দল ভালো খেললে জিতে যায়। এটা কিন্তু এ রকম না যে, আমরা খারাপ বা ভালো।’

শক্তির প্রমাণ মাঠেই দিতেন চান মিরাজরা। তিনি বলেছেন, ‘মাঠে পরিচয় হবে কারা ভালো, কারা খারাপ। কারণ যারা ভালো খেলবে দিন শেষে তারাই ম্যাচ জিতবে। কিন্তু আমি চাই না এই দল ভালো আর ওই দল খারাপ, এমন মন্তব্য করতে। আমি যে জিনিসটা চিন্তা করছি বা আমি যেটা অনুসরণ করি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই মাঠে। আমরা প্রমাণ দিতে চাই মাঠে।’ 

 ‘আমরা যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে সবাই অবশ্যই জানবে যে আমরা ভালো ক্রিকেট খেলছি এবং আমরা ভালো দল। তাই আগে থেকে কিছু ধারণা না করে মাঠে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ, ’ যোগ করেন মিরাজ।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ