টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষ স্থান নিয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ নবীর মধ্যে মিউজিক্যাল চেয়ার খেলা চলছেই। কিছুদিন আগে নবীর কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। এবার সেই নবীকেই টপকিয়ে আবাও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠলেন বাংলাদেশের অলরাউন্ডার।
বিশ্বকাপের মিশন শুরু আগে সুসংবাদ পেলেন সাকিব। আজ আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ের হালনাগাদে শীর্ষ স্থানে উঠেছেন তিনি। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ২৬৬। আর বাংলাদেশি অলরাউন্ডের চেয়ে ২০ পয়েন্টে পিছিয়ে আছেন নবী। ২৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন আফগানিস্তানের অধিনায়ক। ১৮৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন ইংল্যান্ডের মঈন আলী। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন জেজে স্মিট। তিনি চার ধাপ এগিয়েছেন এই সংস্করণে। ১৮৩ পয়েন্ট নিয়ে চারে আছেন নামিবিয়ার এই অলরাউন্ডার। আর ১৭৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ত্রিদেশীয় সিরিজে ভালো করার সাফল্য পেয়েছেন সাকিব। সিরিজের শেষ দুই ম্যাচে ফিফটি তুলে নিয়ে শীর্ষে উঠলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ আর পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। এতে করে সাকিব বিশ্বকাপটা শুরু করতে পারছেন অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকে।