হোম > খেলা > ক্রিকেট

ভারতকে হারাতে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চায় বাংলাদেশ

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও সেমিফাইনালের আশা হারাচ্ছে না বাংলাদেশ। তার জন্য পরের দুই ম্যাচে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। 

সেই দুই ম্যাচ জিতেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে চান তাসকিন আহমেদ। আজ অজিদের বিপক্ষে হারলেও এমনটাই প্রত্যাশা বাংলাদেশি পেসারের, ‘এখনো সুযোগ আছে। এখনো আশা ছাড়ছি না। যদি দুই ম্যাচের দুটিই যদি জিততে পারি—একটা সুযোগ থাকবে সেমিফাইনাল খেলার। এমনকি পরের ম্যাচে যদি বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়, শেষটা জিতলে একটা সুযোগ থাকবে। আমরা আশাবাদী যদি পরের ম্যাচ জিতি, তাহলে গল্পটা অন্য রকম হবে।’ 

আগামীকাল অ্যান্টিগায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে জিততে এক এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে মনে করেন তাসকিন, ‘সুপার এইটের অ্যান্টিগা আর বার্বাডোজে উইকেট ভালো। বাকি ভেন্যুগুলোয় সব দলের ব্যাটাররাই সংগ্রাম করেছে। এর চেয়ে ভালো ব্যাটিং করতে পারি। দুর্ভাগ্য সেটা করতে পারিনি। পারিনি, সেটা বলেও লাভ নেই। পরের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। ভারত অনেক শক্তিশালী দল। ওদের বিপক্ষে ভালো কিছু করতে এক্সট্রা অর্ডিনারি কিছু করতেই হবে।’ 

বোলাররা নিজেদের মেলে ধরলেও এখনো সেভাবে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তবে সেমিফাইনালে যেতে হলে দুই বিভাগেই ভালো করতে হবে মনে করেন তাসকিন, ‘ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এক্সট্রা অর্ডিনারি কিছু করতেই হবে। পরের ম্যাচ হেরে গেলে আমাদের সেমিফাইনালের আর আশা থাকবে না।’

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা