হোম > খেলা > ক্রিকেট

ইয়াসিরের ক্যারিয়ারসেরা সেঞ্চুরির দিনে সৌম্যর ডাক, সাইফ-আফিফের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ১৪৩ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ছবি: সৌজন্য ছবি

চাপে পড়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ১২১ বলে খেলেছেন ১৪৩ রানের ঝকঝকে এক ইনিংস। এই ইনিংসটি তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা। ইয়াসির যেখানে দুর্দান্ত, সেখানেই ফ্লপ সৌম্য সরকার। ২ বল খেলেও রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন সৌম্য।

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ লিজেন্ডস অব রূপগঞ্জ-ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ম্যাচে হয়েছে রানের বন্যা। ১০০ ওভারের ম্যাচে হয়েছে ৬৪০ রান, পড়েছে ১৬ উইকেট। রানবন্যার ম্যাচে ইয়াসিরের সেঞ্চুরিতে ধানমন্ডি স্পোর্টস ক্লাব করে ৩৩২ রান। শেষ পর্যন্ত এই ম্যাচে রূপগঞ্জকে ২৪ রানে হারিয়েছে ধানমন্ডি। হারের দিনে রূপগঞ্জের দুই ব্যাটার সাইফ হাসান (৯৫) ও আফিফ হোসেন ধ্রুব (৯৮) কাটা পড়েছেন নার্ভাস নাইন্টিতে।

৩৩৩ রানের লক্ষ্যে নেমে ২৬ রানেই ৩ উইকেট হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। চতুর্থ ওভারের চতুর্থ বলে তানজিদ হাসান তামিমকে ফেরান মঈন খান। ঝড়ের আভাস দিলেও তানজিদ তামিম ৯ বলে ৪ চারে ১৭ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন। একই ওভারের শেষ বলে সৌম্যকে বোল্ড করেন মঈন।

একই ওভারে তানজিদ তামিম, সৌম্যকে ফেরানোর পর মঈন লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংসে দিয়েছেন আরও এক ধাক্কা। অষ্টম ওভারের দ্বিতীয় বলে মাহমুদু্ল হাসান জয় (২) বোল্ড হয়েছেন মঈনের বলে। ৭.২ ওভারে রূপগঞ্জ ৩ উইকেটে ২৬ রানে পরিণত হওয়ার পর ব্যাটিংয়ে নামেন আফিফ। ওপেনার সাইফ হাসানের সঙ্গে চতুর্থ উইকেটে ১৭২ রানের জুটি গড়তে অবদান রাখেন আফিফ। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে সাইফকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মুরাদ। ১১২ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৯২ রান করেন সাইফ।

সাইফ ফেরার পরই মড়ক লাগে লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংসে। ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে দলটির স্কোর হয়ে যায় ৪৪.৫ ওভারে ৯ উইকেটে ২৬১ রান। যার মধ্যে রয়েছে আফিফের উইকেটও। ৯৬ বলে ১০ চার ও ১ ছক্কায় করেন ৯৮ রান। এমন পরিস্থিতিতে রূপগঞ্জের জয় তো দূরে থাক, কত তাড়াতাড়ি গুটিয়ে যায় সেটাই ছিল দেখার অপেক্ষা। তবে শেষ উইকেটে তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজার ৪৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৮ রান করে রূপগঞ্জ। ৯ নম্বরে নামা রাজা ৩৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন। ধানমন্ডির মঈন, মাসুম খান টুটুল নিয়েছেন তিনটি করে উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক আকবর। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। রূপগঞ্জের তানভীর ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। ধানমন্ডির ২৪ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইয়াসির। ১২১ বলে ৭টি করে ছক্কা ও চারে ১৪৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

ইয়াসিরের রেকর্ড সেঞ্চুরির দিনে ব্রাদার্স ইউনিয়নের দুই ব্যাটার সেঞ্চুরি করেছেন। বিকেএসপির চার নম্বর মাঠে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্রাদার্সের অধিনায়ক মাইশুকুর রহমান। প্রথমে ব্যাটিং পেয়ে শাইনপুকুর নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২৮৮ রান। ব্রাদার্সের আল আমিন হোসেন ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট।

২৮৯ রানের লক্ষ্যে নেমে ২ রানেই ভেঙে যায় ব্রাদার্সের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের প্রথমে বলে ব্রাদার্সের ওপেনার ইমতিয়াজ হোসেনকে বোল্ড করেন মোহাম্মদ গোলাম কিবরিয়া। দ্বিতীয় উইকেটে এরপর ২৫০ রানের জুটি গড়েন মাহফিজুল ইসলাম রবিন ও মিজানুর রহমান। ব্রাদার্সের জয়ের ভিত তৈরি হয় এখানেই। রবিন (১১৪), মিজানুর (১৩৬) দুই ব্যাটারই সেঞ্চুরি পেয়েছেন। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় ব্রাদার্স। ১২৯ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১৩৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মিজানুর। তিনি অবশ্য রিটায়ার্ড হার্ট হয়েছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স ম্যাচে তেমন রান হয়নি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া অগ্রণী ব্যাংক ৪৬.২ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায়। এরপর গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৪ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন গাজী গ্রুপের তোফায়েল আহমেদ। ৬৪ বলে করেছেন ৫২ রান। ৬ ওভারে ২৪ রানে নিয়েছেন ২ উইকেট। ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেন সাদিকুর রহমান। অগ্রণী ব্যাংকের অমিত হাসানও করেন ৮৯ রান।

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া