হোম > খেলা > ক্রিকেট

আরও লম্বা হচ্ছে টাইবুর বিকেএসপি-অধ্যায়

ক্রীড়া প্রতিবেদক, সাভার

দুই বিদেশি কোচ টাটেন্ডা টাইবু ও অ্যান্ডি কোটামের চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। এ দুই কোচের কাজে সন্তুষ্ট বিকেএসপির নীতিনির্ধারকেরা। পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আরও বিদেশি কোচ চেয়েছে প্রতিষ্ঠানটি। 

গতকাল বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘তারা (টাইবু) আমাদের এখানে যে পারফরম্যান্স দেখিয়েছে, আমরা খুশি। পরবর্তী আরেকটা মেয়াদের জন্য চুক্তিটা নবায়ন করতে চাচ্ছি। তারা ভালো করছে।’ 

গত বছরের মার্চে তাঁরা দুজন কোচ হিসেবে যোগ দেন এক বছরের চুক্তিতে। টাইবু আছেন অনূর্ধ্ব ১৪ দলের বয়সভিত্তিক কোচ হিসেবে আর কোটাম ক্রিকেট কোচ হিসেবে। 

তাঁদের ছাড়াও প্রতিষ্ঠানটি ক্রিকেট বোর্ডের কাছে আলাদাভাবে ব্যাটিং-বোলিং কোচও চেয়েছে। এ জন্য খসড়াও তৈরি করেছেন বলে জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক, ‘আমরা বিসিবির কাছে বিদেশি কোচ চেয়েছি। ইতিপূর্বে বিসিবির সঙ্গে আমাদের এমওই (মেমোরান্ডাম অব আন্ডারর্স্ট্যান্ডিং) ছিল, যে তারা আমাদের বিদেশি কোচ দিয়ে সহায়তা করবে। সেটির মেয়াদ শেষ। আমরা নতুন করে এমওই করব। ইতিমধ্যে খসড়া তৈরি করে ফেলেছি।’

কোন ধরনের কোচ চাওয়া হয়েছে প্রশ্ন করলে বিকেএসপি মহাপরিচালক বলেন, ‘ডিপার্টমেন্ট ভিত্তিক কোচ চেয়েছি। বিশেষ করে বোলিং কোচ, ব্যাটিং কোচ। আর তাইবু বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকবে। এটার জন্য সে ফিট। অনূর্ধ্ব ১৪ এর দায়িত্ব আমরা তাকে দিয়েছি।’

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া