হোম > খেলা > ক্রিকেট

লতা মঙ্গেশকরের বিদায়ে কোহলিদের শোক

সবার প্রার্থনাকে মিথ্যে করে চলে গেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তিনি দ্রুত সেরে উঠবেন বলে প্রত্যাশা ছিল সবার। কিন্তু আশঙ্কাই সত্যি হয়েছে। আজ রোববার ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৯২ বছর বয়সী এই গায়িকার।

স্বাভাবিকভাবে কিংবদন্তি এই গায়িকার শোকে কাতর ভারত, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। লতার মৃত্যু ছুঁয়ে গেছে ভারতের সাবেক থেকে বর্তমান ক্রীড়াবিদদের। সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। সদ্য সাবেক হওয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘লতা’জির মৃত্যুতে ভীষণভাবে শোকাহত। তাঁর সুমধুর গান বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। গান আর স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। তাঁর পরিবার ও কাছের মানুষদের প্রতি আমার সমবেদনা।’

কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অনিল কুম্বলে। কিংবদন্তি সাবেক এই ভারতীয় স্পিনার লিখেছেন, ‘লতা’জির দারুণ কণ্ঠস্বর আমাদের আজীবন অনুপ্রাণিত করে যাবে।’ সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, ‘ভারতের গানের পাখি, যাঁর গান আমাদের মধ্যে ধ্বনিত হয়েছে, কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছে, তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর পরিবার ও ভক্তদের সহমর্মিতা জানাই।’

 

লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা