হোম > খেলা > ক্রিকেট

সুপার লিগ নিষিদ্ধ করা বেআইনি, আদালতের রায়

ইউরোপিয়ান সুপার লিগে যোগ দিলেই পড়তে হবে নিষেধাজ্ঞায়—বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রক উয়েফার এই হুমকিকে ‘বেআইনি’ ও ফুটবল মার্কেটে ‘কর্তৃত্বপূর্ণ অবস্থানের অপব্যবহার’ বলে রায় দিয়েছেন ইউরোপের সর্বোচ্চ আদালত। 

আদালতের এই রায়ে ইউরোপের ক্লাব ফুটবলের একচেটিয়াতন্ত্র শেষ হবে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, ‘ইউরোপের ক্লাব ফুটবলের একচেটিয়া বাজার বেশি দিন থাকবে না।’ এমনটাই যে চেয়ে আসছেন তিনি! 

২০২১ সালে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অভিজাত ও ধনী ২০ দল নিয়ে সুপার লিগ আয়োজনের পরিকল্পনাকারীদের একজন পেরেজ। যার মধ্যে ১২ দল থাকবে প্রতিষ্ঠাতা সদস্য। সে বছরের আগস্টে টুর্নামেন্টের প্রথম সংস্করণও মাঠে গড়ানোর কথা। কিন্তু ফিফা ও উয়েফা সুপার লিগকে নিষিদ্ধ করায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। সমর্থকদের সমালোচনার মুখে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় ক্লাব। এরপর বাকিরা সরে দাঁড়ালেও দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল, বার্সেলোনা ও ইতালির জুভেন্টাস থেকে যায়। 

ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন পেরেজ। আজ এর প্রেক্ষিতে এই দুই ফুটবল সংস্থার বিরুদ্ধে রায় দেন আদালত। রায়ে বলা হয়, ‘অনুমতি সাপেক্ষে সুপার লিগের মতো যেকোনো আন্তঃক্লাব ফুটবল প্রকল্প এগিয়ে যেতে পারে। তাতে ক্লাব ও খেলোয়াড়দের এসব প্রতিযোগিতায় নিষিদ্ধ করা বেআইনি।’

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া