হোম > খেলা > ক্রিকেট

আমিরাতকে উড়িয়ে টুর্নামেন্টে টিকে রইল শ্রীলঙ্কা

হার দিয়ে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরাত আজ মুখোমুখি হয়েছিল গিলংয়ে। এই ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তাতে আমিরাতের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছে অনেক ‘যদি-কিস্তুর’ ওপর।

১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আমিরাত। প্রথম ১০ ওভারের মধ্যেই আমিরাত হারায় ৬ উইকেট। একটা পর্যায়ে ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে আমিরাত করে ৫৬ রান। শেষ উইকেট জুটিতে ইনিংস সর্বোচ্চ ১৭ রানের জুটি গড়েন জহুর খান ও জুনাইদ সিদ্দিকি। ১৭.১ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায় আমিরাত। সর্বোচ্চ ১৮ রান করেছেন জুনাইদ।

লঙ্কানদের মধ্যে সেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিং করে ৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, এক ওভার মেইডেনও দিয়েছেন হাসারাঙ্গা। লঙ্কান এই লেগস্পিনারের  মতো দুষ্মন্ত চামিরাও নিয়েছেন তিন উইকেট। ম্যাচসেরা হয়েছেন পাথুম নিশাংকা। ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন লঙ্কান এই ওপেনার। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক রিজওয়ান। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ১৫২ রান। লঙ্কানদের মধ্যে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন নিশাংকা। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন আমিরাতের লেগস্পিনার কার্তিক মেইয়াপ্পান।

টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত