হোম > খেলা > ক্রিকেট

শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট হবে নিজের দেশে, আশা আফগানিস্তানের 

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছরের পথচলা আফগানিস্তানের। এরই মধ্যে আফগানরা ক্রিকেট বিশ্বে সমীহ জাগানিয়া এক দলে পরিণত হয়েছে। তবে ঘরের মাঠে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি আফগানদের। রশিদ খানদের সেই আক্ষেপ শিগগিরই ঘুচবে বলে আশা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি)। 

আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে না পারার কারণ যে দেশটির রাজনৈতিক অস্থিরতা, সেটা না বললেও চলছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রাণ বাঁচানোই তো দায়। তাতে বিশ্বের ক্রিকেট খেলুড়ে দলগুলো আগ্রহ দেখাতে চায় না। স্বয়ং আফগান অধিনায়ক রশিদ স্বদেশে ফিরেছেন তিন বছর পর। তিনিই মূলত আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের আশা জাগাচ্ছেন বলে মনে করেন এসিবির প্রধান নির্বাহী নাসিব খান। স্পিনগড় টাইগার্সের হয়ে ২৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রশিদ। ক্রিকবাজকে নাসিব বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে রশিদ খানের অংশগ্রহণ ইতিবাচক পরিবর্তন এনেছে আফগানিস্তানে। রশিদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণে বোঝা যাচ্ছে আফগানিস্তানে নিরাপত্তাব্যবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে শান্তি বিরাজ করছে।’ 

এসিবির ফেসবুক ও এক্স হ্যান্ডলে প্রায়ই দেখা যায় আফগানিস্তানের নয়নাভিরাম মাঠের ছবি। মাঠে তেমন দর্শক না হলেও আফগানদের ঘরোয়া ক্রিকেট আয়োজন হয় ভালোভাবেই। আফগানিস্তানের জাতীয় ক্রিকেটারদের অনেকেই এসব ঘরোয়া ক্রিকেটে খেলেন। নাসিব বলেন, ‘পাকিজা ক্রিকেট লিগের আগে কুন্দুজ প্রদেশে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট আয়োজন করেছি। যা কাবুল থেকে অনেক দূরে। জাতীয় দলের ২০ খেলোয়াড় খেলেছেন। লিস্ট ‘এ’ ও পাকিজা ইভেন্ট শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করাটা দারুণ সাফল্য। অন্য দলগুলো আফগানিস্তানে এসে খেলার আমন্ত্রণ রইল।’ 

দ্বিপক্ষীয় সিরিজে আফগানিস্তান ক্রিকেট দল সফরকারী হলে তো সমস্যা হয় না। যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কায় গত কয়েক বছর ধরে সফর করছেন রশিদ-মোহাম্মদ নবীরা। তবে আফগানরা স্বাগতিক হলে কোন দেশে আয়োজন করা হবে, সেটা নিয়ে অনেক চিন্তাভাবনা করতে হয়। সংযুক্ত আরব আমিরাত, ভারতে কাগজে-কলমে স্বাগতিক হয়ে খেলেন রশিদরা।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই আফগানিস্তানের ক্রিকেটারদের উপস্থিতি। রশিদ, নবী, ফজল হক ফারুকিরা আইপিএল, পিএসএল, বিগব্যাশসহ বিশ্বের বিখ্যাত লিগগুলোতে খেলেন। সেটারই সুফল পেয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে  সেমিফাইনাল খেলে আফগানরা। যা প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে আফগানদের শেষ চারে ওঠা। সেপ্টেম্বরে ভারতের গ্রেটার নয়ডায় নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে আফগানরা। এরপরই শারজায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা।

নিজেদেরই ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল