হোম > খেলা > ক্রিকেট

আইরিশদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে আইরিশদের বিপক্ষে সিরিজও নিজেদের করে নিল স্বাগতিকেরা। এ নিয়ে ঘরের মাঠে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২৫ রানে থেমেছে আইরিশরা। অতিথিরা অলআউট হয়েছে রানে। আইরিশদের মূলত ধসিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ অধিনায়ক তুলে নিয়েছেন ৫ উইকেট।

আয়ারল্যান্ডের ব্যাটিং ধসের শুরুটা করেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে ফেরেন পল স্টার্লিং। এরপর সাকিবের বোলিং তোপের কাছে একে একে সাজঘরে ফিরেছেন হ্যারি ট্যাক্টর-জর্জ ডকরেলরা।

সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে ২০২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস ও রনি তালুকদার। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৯.২ ওভারে ১২৪ রান তুলে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।

রনি ২৩ বলে ৪৪ রান করে আউট হলে এই জুটি ভাঙে। লিটন করেন ৮৩ রান। তাঁর ইনিংসে ১০ চার ও ৩টি ছক্কার মার আছে। এর আগে ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটিতে লিটন ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আশরাফুলকে।

পরে সাকিব আল হাসানের অপরাজিত ৩৮ ও তাওহীদ হৃদয়ের ১৩ বলে ২৪ রানের সুবাদে টানা দ্বিতীয় ম্যাচে ২০০ রানের স্কোর ছাড়িয়ে গেছে বাংলাদেশ। কোনো আইরিশ বোলারই বাংলাদেশের ব্যাটারদের সামনে সুবিধা করতে পারেননি। লেগ স্পিনার বেনজামিন হোয়াইট ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন