হোম > খেলা > ক্রিকেট

তামিমের সিদ্ধান্ত বদলানোর আহ্বান পাপনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝড়ের পূর্বাভাস আগের দিনই দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। তবে সেই ঝড় যে সবকিছু এভাবে দুমড়েমুচড়ে দিয়ে যাবে, ঘুণাক্ষরেও কারও ভাবনায় আসেনি। সাধারণ মানুষের জন্য তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের চিন্তা অভাবনীয়ই। 

 বিসিবির কাছেও যে বিষয়টা মাথার ওপর আকাশ ভেঙে পড়ার মতো।
বিসিবির এক পরিচালক যেমন বলছিলেন, ‘এত বড় একটা সিদ্ধান্ত শোনার জন্য আমরা আসলেই তৈরি ছিলাম না।’

গত রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমের সামনে তামিমের এমন আকস্মিক সিদ্ধান্তে অবাক হওয়ার কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেছেন, 'আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে ওর (তামিম) ভবিষ্যৎ নিয়ে কয়েকবার কথা বলেছি। ও বলেছে পরের চ্যাম্পিয়নস ট্রফি অবধি খেলবে। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি, সে-ই অধিনায়ক। বিশ্বকাপ যেহেতু সামনে, অধিনায়কত্বে বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের ক্রিকেটারদের কাছ থেকে অবাক হই। এটা আমাদের জন্য দুঃখজনক।'

তবে বিসিবি এখনো তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পাপন, 'আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করব আমাদের সঙ্গে কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না আমরা চেষ্টা করব। একটা সিরিজ চলছে, ও অধিনায়ক। একজন অধিনায়ক হঠাৎ করে বলা আমি অবসর নিলাম, এটা ভালো দেখায় না।'

তামিম না ফিরলে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক লিটন দাস।

আইসিসি রেটিংয়ে আফ্রিদির আরও কাছে ভারতীয় স্পিনার

দারুণ শুরুর পরও লঙ্কানদের বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ

ফেরার ম্যাচে সেঞ্চুরি মিসের আক্ষেপ খাজার, তবে...

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

শেষ মুহূর্তে আচমকা একাদশে খাজা, স্মিথের হলো কী

সাংবাদিক সেজে প্রশ্ন করলেন মিরাজ, শান্তর পাল্টা রসিকতা

ট্রিট চাইব, কিন্তু মনে হয় না দেবে—মোস্তাফিজকে নিয়ে শান্ত

মোস্তাফিজকে কি পুরো আইপিএল খেলতে দেবে বিসিবি

পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন আজহার

বিপিএলের আগে ‘কোটিপতি’ নাঈমের বার্তা