হোম > খেলা > ক্রিকেট

নাঈম-তানজিম সাকিবের ব্যাটে হার এড়াল বাংলাদেশ ‘এ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চার দিনে খেলা হয়েছে ১৭৩.৫ ওভার। লাল বলের ক্রিকেটে চার দিনে খেলা হওয়ার কথা ছিল ৩৬০ ওভার। দুই দিনের খেলাও ঠিকঠাক হয়নি বৃষ্টির বিড়ম্বনায়। তবে ইসলামাবাদে বেরসিক বৃষ্টি-ই হার থেকে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে পাকিস্তান ও বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের প্রথম ম্যাচটি হয়েছে ড্র। 

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১২২ রানে। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৭ করেছিল পাকিস্তান ‘এ’ দল। ২৪৫ রানের লিড নিয়ে বৃষ্টি বাগড়ায় গতকাল তৃতীয় দিন আর মাঠে নামার সুযোগ হয়নি তাদের। আজ শেষ দিনও প্রথম সেশন কেড়ে নেয় বৃষ্টি। 

পাকিস্তান অবশ্য আজ আর প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নামেনি। বাংলাদেশ ‘এ’ দলকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক সৌদ শাকিল। কিন্তু মীর হামজা-মোহাম্মদ আলীদের তোপের মুখে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ৬৯ রানেই তারা হারায় ৪ উইকেট। 

অধিনায়ক এনামুল হক বিজয় ৪, জাকির হাসান ৩৩, মুমিনুল হক ৮ ও শাহাদাত হোসেন ফেরেন ১৪ রানে। একটু সময় ব্যাটিংয়ের সুযোগ পেয়েই যেন কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হলো তাঁদের! ৪ উইকেট হারিয়ে জেগে ওঠে হারের শঙ্কা। দলের বিপর্যয়ে ঢাল হলেন লেজের ব্যাটাররা। 

পঞ্চম উইকেটে নাঈম হাসান ও তানজিম হাসান সাকিবের ৮৪ রানের দারুণ এক জুটিতে ম্যাচ ড্রয়ের দিকে এগোয়। ১১৯ মিনিট উইকেটে থেকে ৬৯ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন নাঈম। তানজিম সাকিব ১১৬ মিনিট লড়াই করে অপরাজিত থাকেন ৭০ বলে ১১ রান করে। 

পাকিস্তানের বোলারদের মধ্যে মীর হামজা ও মোহাম্মদ আলী ২টি করে উইকেট নিয়েছেন। ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের উমর আমিন।

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট