হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে শিক্ষা দিতে ওপেনিংয়ে রেকর্ড জুটি আফগানদের

চট্টগ্রামে গত মাসে বাংলাদেশকে এক লজ্জার রেকর্ড উপহার দিয়েছিল আফগানিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান করার পথে ওপেনিংয়ে ২৫৬ রানের জুটি গড়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। সিরিজের দ্বিতীয় ম্যাচটিও বড় ব্যবধানে জিতেছিল তারা। 

এটিই ছিল ওপেনিংয়ে আফগানদের সর্বোচ্চ জুটি। আর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৭ সালে কিম্বারলিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অপরাজিত ২৮২ রানের জুটি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। 

আফগানদের সর্বোচ্চ ওপেনিং জুটিতে একটুর জন্য প্রতিপক্ষের জায়গায় বসতে যাচ্ছিল পাকিস্তানের নাম। তবে সেটি আর হলো না। আজ হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ২২৭ রানের জুটি গড়ে আফগানিস্তান। যা তাদের দ্বিতীয় ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি। ব্যাটার সেই গুরবাজ ও ইব্রাহিম। 

গুরবাজ সেঞ্চুরি পেলেও ইনিংসের ৩৯.৫ ওভারে ব্যক্তিগত ৮০ রানে ফেরেন ইব্রাহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ১ উইকেটে ২৫৫ রান করেছে আফগানিস্তান। ১৫০ বলে ১৫১ রানে অপরাজিত গুরবাজ। পাকিস্তানের বিপক্ষে এটিই কোনো আফগানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ২১ বছর বয়সী ব্যাটারের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসও। 

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছিল আফগানরা। তার প্রতিশোধ নিতেই যেন শুরু থেকে ফুঁসে উঠেন গুরবাজ-ইব্রাহিম।

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট