হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টিতে অধিনায়ক বদলে খেলবে আয়ারল্যান্ড

ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে বাংলাদেশের কাছে হারার পর এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় আয়ারল্যান্ড। আজ সংবাদ সম্মেলনে তেমনটি জানিয়েছেন কোচ হেনরিখ মালান। 

তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে অ্যান্ড্রু বালবির্নিকে বিশ্রাম দিয়েছে তারা। আজ বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। 

বালবির্নিকে বিশ্রাম দেওয়ার বিষয়ে কোচ মালান বলেছেন, ‘আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রামে থাকার কথা ছিল অ্যান্ড্রুর। এ বছরের টেস্ট, মে মাসে বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজের কথা ভেবে এমনটা ভাবা হয়েছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরিবর্তে একটি বাড়তি টেস্ট খেলা হবে। এ কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে এখনই বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।’ বর্তমান সময়ে অতিরিক্ত খেলার কারণে ক্রিকেটারদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। 

বালবির্নির পরিবর্তে আগামীকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। এর আগেও দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞ এই ওপেনারের। তাঁর অধিনায়কত্বে মোট ৬ ম্যাচের মধ্যে ২ জয়ের বিপরীতে ৪ ম্যাচে হেরেছে আইরিশরা।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ