হোম > খেলা > ক্রিকেট

ভারতের কাছে ভরাডুবিতে ক্ষুব্ধ বোর্ডার-হেইডেনরা

‘যেখানে শুরুর কথা বলার আগেই শেষ’-জনপ্রিয় এই গানটিই যেন দিল্লিতে আজ ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই তাসের ঘরের মতো ভেঙে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অজিদের এই ব্যাটিং বিপর্যয়ে ক্ষুব্ধ অ্যালান বোর্ডার, ম্যাথ্যু হেইডেনের মতো কিংবদন্তিরা। 

১ উইকেটে ৬১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনেই ১১৩ রানে অলআউট হয়ে যায় অজিরা। মাত্র ১৯.১ ওভার ব্যাটিং করতে পারে সফরকারীরা। স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যারি, ম্যাট কুহনেমান-সবাই সুইপ ও রিভার্স সুইপ করতে গিয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়েছেন। 

অস্ট্রেলিয়ান ব্যাটারদের ব্যাটিং দেখে হতাশা প্রকাশ করেছেন বোর্ডার। ফক্স ক্রিকেটকে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ব্যাটার বলেন, ‘তাদের ব্যাটিংয়ের ধরন দেখে আমি ক্ষুব্ধ। উন্মাদের মতো ব্যাটিং করেছে তারা। কারোরই ডিফেন্সিভ ব্যাটিং করার ইচ্ছা ছিল না। সুইপ, রিভার্স সুইপ খেলতে গিয়েই তারা আউট হয়েছে।’ 

স্মিথ, কামিন্সদের ব্যাটিং দেখে অবাক হয়েছেন ম্যাথ্যু হেইডেনও। অস্ট্রেলিয়ার সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘নিজের চোখকেই আমি বিশ্বাস করতে পারছি না। তারা বিশ্বসেরা খেলোয়াড়। তাদের এই সেশনে অনেক কিছুই জেতার ছিল। অনেক কিছুই তারা হারিয়েছে।’ 

১১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারত ম্যাচ জিতেছে ২৬.৪ ওভারে। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয়রা।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন