হোম > খেলা > ক্রিকেট

অ্যাডিলেডে খেলাটা আমি উপভোগ করি, বলছেন কোহলি

অস্ট্রেলিয়ায় খেলতে গেলেই যেন বিরাট কোহলির ব্যাট কথা বলে।এই টি-টোয়েন্টি বিশ্বকাপে তা যেন আবারও প্রমাণ করছেন কোহলি।ব্যাটিংয়ে ছোটাচ্ছেন রানের ফুলঝুরি। এবার কোহলি তাঁর ‘প্রিয়’ ভেন্যুর নাম উল্লেখ করেছেন।

বাংলাদেশের বিপক্ষে অ্যাডিলেডে আজ ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন কোহলি। ৮ চার এবং এক ছক্কায় সাজানো এক ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘ব্যাটিংয়ে আরও একটি দারুণ দিন। যখন আমি ব্যাটিংয়ে গিয়েছিলাম, তখন খুব চাপ ছিল এবং বলটা ভালো মতো দেখছিলাম। আমি এখন খুব খুশি। আমি কোনোকিছুরই তুলনা করতে চাই না। অ্যাডিলেডে এলে মনে হয়, আমি এখানে ব্যাটিং করতে এসেছি এবং আমি আমার খেলা উপভোগ করি।’ 

অ্যাডিলেডে এখন পর্যন্ত তিন সংস্করণ মিলে ১০ ম্যাচ খেলেছেন কোহলি। ১৪ ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে ৭৫.৫৮ গড়ে করেছেন ৯০৭ রান। করেছেন পাঁচ সেঞ্চুরি এবং তিন ফিফটি। ২০১৫ বিশ্বকাপে এই অ্যাডিলেডেই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন কোহলি। 

আজকের ম্যাচে কোহলি একটা রেকর্ডও গড়ে ফেলেছেন কোহলি। মাহেলা জয়বর্ধনেকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার এখন ভারতীয় এই তারকা ব্যাটার। ২৫ ম্যাচে ৮৮.৭৫ গড় ও ১৩২.৪৬ স্ট্রাইক রেটে করেছেন ১০৬৫ রান। ১৩ ফিফটি করেছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই টুর্নামেন্টে। ৩১ ম্যাচ খেলে ৩৯.০৭ গড় ও ১৩৪.৭৪ স্ট্রাইক রেটে জয়বর্ধনে করেছিলেন ১০১৬ রান। শ্রীলঙ্কার এই ব্যাটার এক সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন ৬ ফিফটি।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ