হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সফরের দল ঘোষণা আয়ারল্যান্ডের

ইংল্যান্ড সিরিজের পরপরই ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে বাংলাদেশের। বাংলাদেশ সফরের জন্য আজ তিন সংস্করণের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সব সংস্করণের নেতৃত্বে আছেন অ্যান্ড্রু বালবির্নি।

মার্চ-এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ১টি টেস্ট খেলবে আইরিশরা। ১১ মার্চ ডাবলিন থেকে উড়াল দেবে তারা। সফরে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।

সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৮ মার্চ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরের দুই ওয়ানডেও একই ভেন্যুতে, ২০ ও ২৩ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭,২৯ ও ৩১ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজ। ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। এবারই প্রথম লাল বলের ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।

আয়ারল্যন্ডের ওয়ানডে দল: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হাম্ফ্রিস, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, বেরি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোকরান টাকার, বেন হোয়াইট।

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দল: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হাম্ফ্রিস, বেরি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোকরান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

আয়ারল্যান্ডের টেস্ট দল: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, মারে কামিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হাম্ফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, বেরি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লোকরান টাকার, বেন হোয়াইট।

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা

ভারতকে হারিয়ে ২১ লাখ টাকা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসি কেন এই সিস্টেমের খরচ বহন করছে না, প্রশ্ন স্টার্কের