হোম > খেলা > ক্রিকেট

রাজার সেঞ্চুরিতে টি-টোয়েন্টিতে ৩৪৪ করে বিশ্ব রেকর্ড জিম্বাবুয়ের

বছর পার হতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড জিম্বাবুয়ের। গত বছর এশিয়ান মঙ্গোলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। সিকান্দার রাজার সেঞ্চুরিতে সেটি ছাপিয়ে আজ দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ৪ উইকেটে জিম্বাবুয়ে করেছে ৩৪৪ রান। 

জিততে হলে বিশ্ব রেকর্ডই গড়তে হতো গাম্বিয়াকে। সে রকম কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি তারা। রিচার্ড এনগারাভা-ব্রেন্ডন মাভুতাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৪.৪ ওভারে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় তারা। জিম্বাবুয়ে পেল ২৯০ রানের রেকর্ড গড়া জয়। 

কেনিয়ার নাইরোবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই ছক্কা-চারের বৃষ্টি নামান ব্যাটাররা। ওপেনার ব্রায়ান বেনেট ৭টি চার ও একটি ছক্কায় করেন ২৬ বলে ৫০ রান। ৯ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মারুমানি। 

চার নম্বরে নেমে ৪৩ বলে ১৩৩ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ইনিংসে ছিল ১৫টি ছক্কা ও ৭টি চার। ৩৩ বলে তুলে নেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও রেটি। নামিবিয়ার ইয়ান নিকোল লফটি–ইটনও ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন। এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে দ্রুততম সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন।

ক্লাইভ মাদান্দে অপরাজিত থাকেন ১৭ বলে ৫৩ রানে। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার। যার সৌজন্যে জিম্বাবুয়ে স্কোর গড়ে ৩৪৪ রানের। ইনিংসে ছিল ২৭টি ছক্কা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ ছক্কা।

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে